Home খবর দেশ নিয়ন্ত্রণরেখায় নাগরিকদের উপর গোলাবর্ষণ করছে পাক সেনা, হত এক জওয়ান, পাল্টা জবাব...

নিয়ন্ত্রণরেখায় নাগরিকদের উপর গোলাবর্ষণ করছে পাক সেনা, হত এক জওয়ান, পাল্টা জবাব দিচ্ছে ভারতও

পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ‘অপারেশন সিঁন্দুর’-এর পর পাকিস্তানি সেনার পাল্টা গোলাবর্ষণে শহিদ হলেন এক ভারতীয় সেনা জওয়ান। একইসঙ্গে সীমান্তঘেঁষা চার জেলার গ্রামে পাক গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন ১২ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে রয়েছেন তিন জন মহিলা ও তিন জন শিশু। আহতের সংখ্যা অন্তত ৫১।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, শহিদ জওয়ান হলেন ৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দিনেশ কুমার। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, “পুঞ্চ সেক্টরে সাধারণ মানুষের উপর আক্রমণের ঘটনায় আমরা গভীর শোকপ্রকাশ করছি।”

বুধবার সকালে জম্মু ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে ‘অপারেশন সিন্দুর’ চালায় ভারতীয় সেনা, ২২ এপ্রিল পাহেলগাঁওয়ের বেইসারান এলাকায় পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলার পাল্টা জবাব হিসেবে। ওই হামলায় ২৬ জন নিহত ও ১৭ জন আহত হন। পুলিশ জানায়, জঙ্গিরা ধর্ম যাচাই করে নির্দিষ্টভাবে হিন্দু পর্যটকদের টার্গেট করেছিল।

‘অপারেশন সিঁন্দুর’-এর পরে রাজৌরি, পুঞ্চ, কুপওয়াড়া এবং বারামুল্লা জেলাগুলিতে পাকিস্তানের তরফে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়। দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনার পাল্টা হামলায় অন্তত ২৬ জন পাকিস্তানি নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

অবস্থা সামাল দিতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বুধবার জরুরি বৈঠক করেন সীমান্ত জেলার ডেপুটি কমিশনারদের সঙ্গে। প্রতিটি সীমান্ত জেলার জন্য ৫ কোটি টাকা এবং অন্য জেলাগুলির জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেন তিনি, যাতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের হাতে পর্যাপ্ত সংস্থান থাকে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, “অপারেশন সিঁন্দুর ছিল নির্দিষ্ট, পরিমিত এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত একটি পদক্ষেপ। লক্ষ্য ছিল শুধুমাত্র যারা আমাদের নিরীহ নাগরিকদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”

অন্যদিকে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি সেনাবাহিনীকে ‘অপারেশন সিঁন্দুর’-এর উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। দু’দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক মহল। ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে পাকিস্তানের সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version