Home খবর কলকাতা এবার কলকাতায় ৩য় প্রিন্ট  বিয়েনাল ইন্ডিয়া ২০২৬, জানুয়ারিতে প্রদর্শনী, পুরস্কার ২ লক্ষ...

এবার কলকাতায় ৩য় প্রিন্ট  বিয়েনাল ইন্ডিয়া ২০২৬, জানুয়ারিতে প্রদর্শনী, পুরস্কার ২ লক্ষ টাকা পর্যন্ত

ললিত কলা আকাদেমি, ন্যাশনাল অ্যাকাডেমি অফ আর্ট, নিউ দিল্লির উদ্যোগে কলকাতায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হল তৃতীয় প্রিন্ট বিয়েনাল ইন্ডিয়া ২০২৬। এই আন্তর্জাতিক স্তরের আর্ট ইভেন্টটি আগামী জানুয়ারি মাসে কলকাতার নতুন ভবনে অনুষ্ঠিত হবে, এবং পরবর্তীকালে দেশজুড়ে বিভিন্ন শহরে প্রদর্শনীর সম্ভাবনাও রয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃতীয় প্রিন্ট বিয়েনালের কমিশনার সি. এস. কৃষ্ণ সেট্টি, স্টিয়ারিং কমিটির সদস্য হনুমান কাঁবলি, বিজয় বাগোদি, আর. এম. পলানিয়াপ্পান, দত্তাত্রেয় আপ্তে, আনন্দ ময় ব্যানার্জি। তাঁদের সঙ্গে ছিলেন ললিত কলা আকাদেমির ভাইস চেয়ারম্যান ডঃ নন্দলাল ঠাকুর।

২০১৮ সালে দিল্লি এবং ২০২১ সালে মুম্বইয়ে সফলভাবে আয়োজনের পর, এই বিয়েনnale আন্তর্জাতিক প্রিন্টমেকিং শিল্পীদের জন্য একটি গ্লোবাল প্ল্যাটফর্ম হয়ে উঠছে। ২০২২ সালের পর তৈরি করা সর্বাধিক তিনটি অরিজিনাল প্রিন্ট সাবমিট করতে পারবেন শিল্পীরা। নির্বাচিত শিল্পকর্মগুলি প্রদর্শিত হবে এবং পাঁচটি গ্র্যান্ড প্রাইজ হিসেবে ₹২,০০,০০০ করে পুরস্কার প্রদান করা হবে, সঙ্গে থাকবে সম্মানজনক পদক দেওয়া হবে।

আবেদনের জন্য ভারতীয় শিল্পীদের ফি ₹১০০০, সার্ক/আসিয়ান দেশের শিল্পীদের ₹১৫০০, এবং আন্তর্জাতিক শিল্পীদের জন্য $৫০ ধার্য করা হয়েছে। জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে অক্টোবর, ২০২৫, ললিত কলা আকাদেমি, নিউ দিল্লিতে।

প্রচলিত ও সমসাময়িক সব ধরনের প্রিন্ট টেকনিক এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য। একটি আন্তর্জাতিক দুই স্তরের জুরি প্যানেল শিল্পকর্ম বাছাই করবে প্রদর্শনী এবং পুরস্কারের জন্য। এই উদ্যোগ নিঃসন্দেহে সমকালীন প্রিন্টমেকিং-এর প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশিষ্ট শিল্পীরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version