Home খবর দেশ ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে এককাট্টা বিরোধী জোট, এক বৈঠকে কংগ্রেস-তৃণমূল

ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে এককাট্টা বিরোধী জোট, এক বৈঠকে কংগ্রেস-তৃণমূল

ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫-এর বিরুদ্ধে একযোগে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মঙ্গলবার সন্ধ্যায় বিরোধী জোটের বৈঠকে এই ঐক্যমত্যে পৌঁছান সব সাংসদ। কেরলের আরএসপি সাংসদ এনকে প্রেমচন্দ্রন বলেন, “ঐকমত্যের ভিত্তিতে আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোটদানের সিদ্ধান্ত নিয়েছি।” কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল জানান, “সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, ‘ইন্ডিয়া’র সাংসদরা সমমনোভাবাপন্ন দলগুলিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিলের বিরোধিতা করবে।”

আগামী বুধবার (২ এপ্রিল) লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ পেশ হবে। রাজ্যসভায় পেশ হবে বৃহস্পতিবার (৩ এপ্রিল)। ওই দু’দিন সংশ্লিষ্ট দুই কক্ষের দলের সব সাংসদকে উপস্থিত থাকতে বিজেপি সংসদীয় দলের তরফে হুইপ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার যেকোনো মূল্যে বিল পাশ করাতে সক্রিয় বলে মনে করা হচ্ছে।

বিরোধীদের প্রবল আপত্তি ও বিতর্কের মধ্যে গত ৮ অগস্ট লোকসভায় বিলটি পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। বিরোধীদের অভিযোগ, ৪৪টি সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব স্থাপন করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার।

দীর্ঘদিন পর কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে যোগ দিয়েছে তৃণমূল। বৈঠকে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। সূত্রের খবর, আগামিকাল লোকসভায় ওয়াকফ বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিলের বিরুদ্ধে ভোট দেবে তৃণমূল।

অন্যদিকে, এনডিএর শরিকদের মধ্যে বিল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চন্দ্রবাবু নাইডুর টিডিপি বিলের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলেও, বিহারের দুই শরিক জেডিইউ এবং লোকজনশক্তি পার্টি এখনও দ্বিধাগ্রস্ত। ফলে বিল পাশ নিয়ে সংশয় তৈরি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version