ডান চোখ ঢাকা বড় ব্যান্ডেজে। তবুও তিনি দমেননি! হাসপাতাল থেকে বেরিয়ে ছবি শিকারিদের উদ্দেশে হাসিমুখে বার্তা দিলেন, “আমি এখনও যথেষ্ট শক্তপোক্ত! নিজের কাজ নিজে করার সামর্থ্য রাখি।” মঙ্গলবার সমাজমাধ্যমে ৮৯ বছরের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ভাইরাল।
নিজেই জানিয়েছেন, ডান চোখে দেখতে অসুবিধে হচ্ছিল বেশ কিছু দিন ধরেই। চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা করে জানান, কর্নিয়া প্রতিস্থাপনের প্রয়োজন। তাই নিজেই হাসপাতালে এসে অস্ত্রোপচার করান। মাথায় বড় কালো টুপি, পরনে ফুলছাপ শার্ট এবং কালো ট্রাউজারে সজ্জিত ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে ঘিরে ধরেন ছবি শিকারিরা।
তাঁদের সঙ্গে কথা বলার সময় ধর্মেন্দ্র জানান, কর্নিয়া গ্রাফটিং করতে হয়েছে চোখে। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে এসেছিলেন। সফল অস্ত্রোপচারের পর ভাল আছেন।
ছবি শিকারিদের মাধ্যমে এ দিন তিনি তাঁর অনুরাগীদেরও আন্তরিক ধন্যবাদ জানান। বলেন, “আপনাদের ভালবাসায়, শুভেচ্ছায় এখনও বেঁচে আছি। তার জন্য কৃতজ্ঞ। আমার তরফ থেকেও আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। চিন্তা করবেন না। ভাল আছি।”
ধর্মেন্দ্রর এই দৃঢ় মনোবল এবং ইতিবাচক মনোভাব তাঁর অনুরাগীদের প্রেরণা জোগাচ্ছে। বর্ষীয়ান এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন সকলে।