Home খবর দেশ প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে ‘বিমা সখি যোজনা’, কী সুবিধা রয়েছে এই প্রকল্পে, কারা...

প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে ‘বিমা সখি যোজনা’, কী সুবিধা রয়েছে এই প্রকল্পে, কারা পাবেন

0

সোমবার (৯ ডিসেম্বর) হরিয়ানার পানিপথ থেকে বিমা সখি যোজনা শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্যোগটি মহিলাদের আর্থিক জ্ঞান ও বিমার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লাইফ ইনসিউরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIC)-র পক্ষ থেকে নেওয়া হয়েছে। ১৮-৭০ বছর বয়সি, দশম শ্রেণি পাশ মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে।

এলআইসি-র বিবৃতি অনুযায়ী, প্রশিক্ষণের জন্য প্রথম তিন বছর মহিলারা স্টাইপেন্ড পাবেন। প্রশিক্ষণ শেষে, তাঁরা এলআইসি এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীরা উন্নয়ন আধিকারিক পদেও আবেদন করতে পারবেন।

পানিপথে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিমা সাখি যোজনার জন্য নির্বাচিত মহিলাদের নিয়োগপত্র প্রদানও করবেন।

এ ছাড়াও এ দিন কর্ণালের মহারানা প্রতাপ উদ্যানবিদ্যা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরিকল্পনা অনুযায়ী, ৭০০ কোটি টাকার প্রকল্পে তৈরি হওয়া এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসটি ৪৯৫ একর জুড়ে অবস্থিত। এতে একটি উদ্যানবিদ্যা কলেজ এবং ১০টি শাখা নিয়ে পাঁচটি স্কুল থাকবে। কৃষি গবেষণার উন্নয়ন ও ফসলের বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে এটি কাজ করবে।

এর আগে, সকাল ১০:৩০টায় প্রধানমন্ত্রী ‘রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট ২০২৪’-এর উদ্বোধন করেন জয়পুরে। এই সম্মেলনের থিম হল ‘Replete, Responsible, Ready’।

৯-১১ ডিসেম্বর চলা এই সম্মেলনে ১২টি বিষয়ভিত্তিক অধিবেশনের আয়োজন করা হয়েছে, যেখানে জল নিরাপত্তা, টেকসই অর্থায়ন, নারীদের উদ্যোগে পরিচালিত স্টার্টআপ ইত্যাদি বিষয়গুলি আলোচিত হবে। এতে আটটি আন্তর্জাতিক অধিবেশনও থাকবে। পাশাপাশি, এমএসএমই ও প্রবাসী রাজস্থানি কনক্লেভও অনুষ্ঠিত হবে।

রাজস্থান গ্লোবাল বিজনেস এক্সপো-তে রাজস্থান প্যাভিলিয়ন, স্টার্টআপ প্যাভিলিয়ন এবং বিভিন্ন দেশভিত্তিক প্রদর্শনী থাকবে। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী বক্তৃতা করূেন এবং রাজস্থানের বিনিয়োগ সম্ভাবনার উপর আলোকপাত করবেন।

এই সমস্ত কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য দেশের আর্থিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং মহিলাদের ক্ষমতায়নের পথ প্রসারিত করা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version