Homeখবরদেশপ্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে ‘বিমা সখি যোজনা’, কী সুবিধা রয়েছে এই প্রকল্পে, কারা...

প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে ‘বিমা সখি যোজনা’, কী সুবিধা রয়েছে এই প্রকল্পে, কারা পাবেন

প্রকাশিত

সোমবার (৯ ডিসেম্বর) হরিয়ানার পানিপথ থেকে বিমা সখি যোজনা শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্যোগটি মহিলাদের আর্থিক জ্ঞান ও বিমার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লাইফ ইনসিউরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIC)-র পক্ষ থেকে নেওয়া হয়েছে। ১৮-৭০ বছর বয়সি, দশম শ্রেণি পাশ মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে।

এলআইসি-র বিবৃতি অনুযায়ী, প্রশিক্ষণের জন্য প্রথম তিন বছর মহিলারা স্টাইপেন্ড পাবেন। প্রশিক্ষণ শেষে, তাঁরা এলআইসি এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীরা উন্নয়ন আধিকারিক পদেও আবেদন করতে পারবেন।

পানিপথে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিমা সাখি যোজনার জন্য নির্বাচিত মহিলাদের নিয়োগপত্র প্রদানও করবেন।

এ ছাড়াও এ দিন কর্ণালের মহারানা প্রতাপ উদ্যানবিদ্যা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরিকল্পনা অনুযায়ী, ৭০০ কোটি টাকার প্রকল্পে তৈরি হওয়া এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসটি ৪৯৫ একর জুড়ে অবস্থিত। এতে একটি উদ্যানবিদ্যা কলেজ এবং ১০টি শাখা নিয়ে পাঁচটি স্কুল থাকবে। কৃষি গবেষণার উন্নয়ন ও ফসলের বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে এটি কাজ করবে।

এর আগে, সকাল ১০:৩০টায় প্রধানমন্ত্রী ‘রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট ২০২৪’-এর উদ্বোধন করেন জয়পুরে। এই সম্মেলনের থিম হল ‘Replete, Responsible, Ready’।

৯-১১ ডিসেম্বর চলা এই সম্মেলনে ১২টি বিষয়ভিত্তিক অধিবেশনের আয়োজন করা হয়েছে, যেখানে জল নিরাপত্তা, টেকসই অর্থায়ন, নারীদের উদ্যোগে পরিচালিত স্টার্টআপ ইত্যাদি বিষয়গুলি আলোচিত হবে। এতে আটটি আন্তর্জাতিক অধিবেশনও থাকবে। পাশাপাশি, এমএসএমই ও প্রবাসী রাজস্থানি কনক্লেভও অনুষ্ঠিত হবে।

রাজস্থান গ্লোবাল বিজনেস এক্সপো-তে রাজস্থান প্যাভিলিয়ন, স্টার্টআপ প্যাভিলিয়ন এবং বিভিন্ন দেশভিত্তিক প্রদর্শনী থাকবে। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী বক্তৃতা করূেন এবং রাজস্থানের বিনিয়োগ সম্ভাবনার উপর আলোকপাত করবেন।

এই সমস্ত কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য দেশের আর্থিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং মহিলাদের ক্ষমতায়নের পথ প্রসারিত করা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।