বিরোধীদের নিশানা করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন বলেন কিছু শক্তি রাজনীতির স্বার্থে জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা করছে এবং জনগণকে এই “শহুরে নকশালদের জোট” চিহ্নিত করে তার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে তিনি।
আজ, বৃহস্পতিবার জাতীয় ঐক্য দিবসে জাতীয় সংহতির প্রতি নিজের অঙ্গীকার ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, বিগত সরকারের বৈষম্যমূলক নীতির কারণে জাতীয় সংহতি দুর্বল হয়েছে, কিন্তু বর্তমান সরকার বৈষম্য দূর করতে এবং সকলের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, “ভারতের উন্নয়ন এবং জাতীয় ঐক্য সুসংহত করতে বিজেপি সরকার ‘এক জাতি, এক কর’ ব্যবস্থা এবং ৩৭০ ধারা বিলোপ করেছে।”
প্রধানমন্ত্রী বিশদ ব্যাখ্যা করে বলেন, আধার কার্ড “এক জাতি, এক পরিচয়” এর প্রতীক, যা সারা বিশ্বে আলোচিত। এছাড়াও তিনি উল্লেখ করেন, “এক জাতি, এক স্বাস্থ্য বিমা” আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে, এবং ‘এক জাতি, এক নির্বাচন’ উদ্যোগের মাধ্যমে সরকার জাতীয় সংহতি ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সচেষ্ট। একইসঙ্গে তিনি “এক জাতি, এক দেওয়ানি বিধি” এর দিকে এগিয়ে চলার কথাও বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “৭০ বছর পর দেশের জন্য ‘এক জাতি, এক সংবিধান’ প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, যা সরদার প্যাটেলের প্রতি আমার সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি। ৩৭০ ধারার কারনে জম্মু ও কাশ্মীর ভারতের মূল স্রোতের বাইরে ছিল। এখন এই ধারা চিরতরে সমাধিস্থ হয়েছে এবং কাশ্মীরে প্রথমবারের মত কোনো বৈষম্য ছাড়াই নির্বাচনের মাধ্যমে ভোট প্রদান সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবার প্রথমবারের মতো ভারতের সংবিধানের প্রতি শপথ নিয়েছেন, যা ভারতীয় সংবিধান প্রণেতাদের আত্মাকে শান্তি এনে দিয়েছে।”