Home খবর দেশ ‘আমি মানুষ, ভগবান নই,’ নিজের বক্তব্যে ‘ভুল’ প্রসঙ্গে প্রথম পডকাস্টে বললেন মোদী

‘আমি মানুষ, ভগবান নই,’ নিজের বক্তব্যে ‘ভুল’ প্রসঙ্গে প্রথম পডকাস্টে বললেন মোদী

প্রথম পডকাস্টে নিজের বক্তব্য 'সংশোধন' করলেন মোদী
প্রথম পডকাস্টে নিজের বক্তব্য 'সংশোধন' করলেন মোদী

ইউটিউব চ্যানেল তো ছিলই এবার একটি পডকাস্টে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শো-এর নাম ‘People By WTF’, যার হোস্ট Zerodha-র সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ। শো-এর ষষ্ঠ পর্বে প্রধানমন্ত্রী অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

কামাথ এক্স-এ একটি ট্রেলার শেয়ার করেছেন। ট্রেলারে পডকাস্টের মূল বিষয়বস্তু হিসেবে রাজনীতি ও উদ্যোগপতি জীবনের মধ্যে সংযোগের ওপর জোর দেওয়া হয়েছে।

দুই মিনিটের ট্রেলারে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিখিল কামাথের মধ্যে একটি সরল, আন্তরিক আলোচনা। কামাথ তাঁর নার্ভাসনেস স্বীকার করে বলেন, ‘‘আমি আপনার সামনে বসে কথা বলছি, আমার নার্ভাস লাগছে। আমার জন্য এটা কঠিন আলোচনা।’’

প্রধানমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘‘এটি আমার প্রথম পডকাস্ট। জানি না, আপনার শ্রোতারা কীভাবে গ্রহণ করবেন।’’

পডকাস্টে প্রধানমন্ত্রী মোদী এবং কামাথের মধ্যে আলোচনা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এর মধ্যে ছিল, বিশ্বব্যাপী সংঘাত, রাজনীতিতে যুবসমাজের অংশগ্রহণ, প্রধানমন্ত্রীর পরপর দুই মেয়াদের অভিজ্ঞতা।

প়ডকাস্টে মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর একটি ভাষণের কথা স্মরণ করে বলেন, ‘‘আমি তখন একটি কথা অসংবেদনশীল ভাবে বলেছিলাম। ভুল সবার হয়। আমারও হয়। আমি মানুষ, ভগবান নই।’’

কামাথ তাঁর পারিবারিক পরিবেশের রাজনীতির প্রতি নেতিবাচক ধারণার কথা উল্লেখ করে বলেন, ‘‘একজন দক্ষিণ ভারতীয় মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে, আমাদের সব সময় বলা হতো রাজনীতি একটি নোংরা খেলা। এই বিশ্বাস এতটাই গভীরে প্রোথিত যে তা পরিবর্তন প্রায় অসম্ভব। যাঁরা এই ধারণা পোষণ করেন, তাঁদের জন্য আপনার কী পরামর্শ?’’

প্রধানমন্ত্রী উত্তরে বলেন, ‘‘আপনি যা বিশ্বাস করেন, সেটি যদি সত্যি হতো, তাহলে এই কথোপকথনটি আমরা করতাম না।’’

ট্রেলারটি পডকাস্ট পর্বের আসন্ন ঘোষণা দিয়ে শেষ হয়েছে। তবে এখনও নির্দিষ্ট মুক্তির তারিখ প্রকাশ করা হয়নি।

মোদীর মন কি বাত’ এবং টেলিভিশন সাক্ষাৎকারগুলি বেশ জনপ্রিয় হলেও এটি তাঁর প্রথম পডকাস্ট অভিজ্ঞতা। শোটি রাজনীতি ও জীবনের নতুন দিক তুলে ধরার চেষ্টা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version