নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এ ব্যাপারে পাকিস্তানকে কড়া হুশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, ভারত প্রতিটি সন্ত্রাসবাদী চ্যালেঞ্জকে হার মানাবে।
এ দিন কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ২৫ বছর আগে কার্গিল যুদ্ধে শুধু জয়ীই হয়নি, বরং “সত্য, সংযম ও শক্তির” চমৎকার উদাহরণ দিয়েছে। পাকিস্তান অতীতে তার সমস্ত ঘৃণ্য প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল তবে সন্ত্রাসবাদ এবং আড়ালে থেকে যুদ্ধের সাহায্যে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে।
দ্ব্যর্থহীন ভাষায় প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান নিজের ইতিহাস থেকে কিছুই শেখেনি। আজ আমি এমন একটি জায়গা থেকে এ কথা বলছি যেখানে সন্ত্রাসের মালিকরা সরাসরি আমার কণ্ঠস্বর শুনতে পাবে। আমি এই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই যে তাদের ঘৃণ্য উদ্দেশ্য কখনোই সফল হবে না। আমাদের সৈন্যরা সন্ত্রাসবাদকে দমন করবে পূর্ণ শক্তি দিয়ে। শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হবে”।
যুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, প্রধানমন্ত্রী মোদী বলেন, জাতির জন্য শহিদদের আত্মত্যাগ অমর এবং কার্গিল বিজয় দিবসের আকারে চিরকাল তা স্মরণ করা হবে।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে ভারতীয় সেনাবাহিনী লাদাখে প্রায় তিন মাস দীর্ঘ যুদ্ধের পর কারগিল সেক্টরে নিয়ন্ত্রণরেখার ভারতীয় দিকে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দখল করা জায়গাগুলি পুনরুদ্ধার করে “অপারেশন বিজয়” এর সাফল্য ঘোষণা করে ভারতীয় সেনা। যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় স্মরণে ২৬ জুলাই দিনটিকে ‘কারগিল বিজয় দিবস’ হিসেবে পালন করা হয়।
সেই দিনটিকে স্মরণে রেখে প্রধানমন্ত্রী আজ বলেন, “আজ, লাদাখের এই মহান ভূমি কার্গিল বিজয় দিবসের ২৫তম বার্ষিকীর সাক্ষী হচ্ছে। কার্গিল বিজয় দিবস আমাদের বার বার মনে করিয়ে দেয়, জাতির জন্য করা ত্যাগ কখনোই বিফলে যায় না, তা অমর,”।