সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আকস্মিক মৃত্যুর পর, দলের অন্তর্বর্তীকালীন নেতৃত্বে আসছেন বর্ষীয়ান নেতা প্রকাশ কারাট। আগামী বছরের এপ্রিল মাসে মাদুরাইতে অনুষ্ঠিত হবে ২৪তম পার্টি কংগ্রেস। ততদিন পর্যন্ত তিনি দলের দায়িত্ব সামলাবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির চলমান বৈঠকে, যা বর্তমানে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে।
দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় কমিটি বর্তমানে দিল্লিতে বৈঠক করছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কমরেড প্রকাশ কারাট পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কার্যকর থাকবে। আগামী এপ্রিল ২০২৫-এ মাদুরাইতে অনুষ্ঠিতব্য ২৪তম পার্টি কংগ্রেসে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।”
প্রসঙ্গত, কমরেড প্রকাশ কারাট ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ এক দশক ধরে দলকে নেতৃত্ব দেওয়ার পর, বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সময়ে দলের প্রধান নেতা হিসেবে পুনরায় দায়িত্ব নিচ্ছেন।
দলের মধ্যে একটি শূন্যতা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হলেও, অভিজ্ঞ নেতা হিসেবে কারাট এই সময়কালে দলের ঐক্য এবং নেতৃত্বকে সঠিক পথে পরিচালনা করতে সক্ষম হবেন বলে আশা করছেন দলের অন্যান্য নেতারা।
নতুন সাধারণ সম্পাদক নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে ২০২৫ সালের এপ্রিল মাসে, মাদুরাইতে অনুষ্ঠিতব্য ২৪তম পার্টি কংগ্রেসে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us