Home খবর দেশ নিট-নেট প্রশ্নফাঁস নিয়ে শোরগোল! সংসদে এই প্রথম বার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী...

নিট-নেট প্রশ্নফাঁস নিয়ে শোরগোল! সংসদে এই প্রথম বার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

0

নয়াদিল্লি: অষ্টাদশতম লোকসভার চতুর্থ দিনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষ – রাজ্যসভা এবং লোকসভায় ভাষণ দিলেন। তাঁর বক্তৃতায় উঠে এল নিট এবং নেট-এর মতো সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নফাঁসের প্রসঙ্গও।

বৃহস্পতিবার সংসদে ভাষণের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, পরীক্ষায় কোনো ধরনের বাধা দেওয়া ঠিক নয়। সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোরতম শাস্তির কাজ করছে সরকার। এর আগেও বহু রাজ্যে প্রশ্নফাঁসের ঘটনা সামনে এসেছে। এর বিরুদ্ধে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে।

আসলে রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদের অভ্যন্তরে বিরোধীরা বাধা দিতে থাকেন। সেসময় শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাজের কথা বলছিলেন রাষ্ট্রপতি। একই সময়ে, বিরোধীরা তথাকথিত নিট এবং নেট প্রশ্ন ফাঁস নিয়ে সরব হন। এরপর রাষ্ট্রপতিও কিছুক্ষণের জন্য নিজের বক্তৃতা বন্ধ করে বলেন, তাঁর সরকার এ ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করবে না। যেকোনো পরীক্ষায় সুষ্ঠু ও স্বচ্ছতা অপরিহার্য। কেউ দোষী প্রমাণিত হলে তাকে কোনো মূল্যে ছাড়া হবে না।

এর পাশাপাশি রাষ্ট্রপতি বলেন, পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর আইন করেছে সংসদ। সরকার পরীক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান এবং তাদের কাজের পদ্ধতি, পরীক্ষা প্রক্রিয়া… সবকিছুর উন্নতির জন্য অনেক কাজ করছে।

একই সঙ্গে তরুণদের জন্য সরকারি চিন্তাভাবনা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দেশের তরুণরা যাতে নিজেদের প্রতিভা দেখানোর ন্যায্য সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য সরকার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। সরকার ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরির লক্ষ্যে কাজ করছে। এই প্রচেষ্টার কারণে, ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ সিস্টেমে পরিণত হয়েছে।

আরও পড়ুন: বনরক্ষী নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার, ছাতির মাপে ছাড়

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version