Home খবর দেশ পাঞ্জাবে কৃষক ধর্মঘট: রাজ্যের বিভিন্ন রাস্তায় অবরোধ, সমর্থনে রাস্তায় নামলেন সাধারণ মানুষ

পাঞ্জাবে কৃষক ধর্মঘট: রাজ্যের বিভিন্ন রাস্তায় অবরোধ, সমর্থনে রাস্তায় নামলেন সাধারণ মানুষ

পাঞ্জাবে কৃষক ধর্মঘটের জেরে সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তায় অবরোধ তৈরি হয়, যার ফলে ব্যাপক যান চলাচল ব্যাহত হয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের দাবিদাওয়া নিয়ে সমাধান না হওয়ায় সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চা গত সপ্তাহে এই ধর্মঘটের ডাক দেয়।

সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই বন্ধের অংশ হিসাবে পাটিয়ালা-চণ্ডীগড় জাতীয় সড়কের উপর ধরেরি জাট্টান টোল প্লাজায় কৃষকরা ধর্নায় বসেন। এর ফলে জাতীয় সড়কের যান চলাচলে বড় রকমের প্রভাব পড়ে।

অমৃতসরের গোল্ডেন গেট এলাকায়, শহরের প্রবেশপথের কাছে কৃষকরা সমবেত হতে শুরু করেন। একইভাবে, বাথিন্ডার রামপুরা ফুল এলাকায়ও রাস্তা অবরোধ করা হয়।

কৃষকরা জানিয়েছেন, তাঁদের দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলছেন, তাঁদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করা হয়েছে।

ধর্মঘটের ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যার সৃষ্টি হলেও কৃষকদের সমর্থনে অনেকে রাস্তায় নামছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version