উত্তরপ্রদেশের বুদাউন জেলায় একটি নির্মীয়মাণ সেতু থেকে গাড়ি পড়ে তিনজনের মৃত্যুর ঘটনায় পুলিশ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) এবং গুগল ম্যাপের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রবিবার ভোরে দুর্ঘটনাটি হয়। গাড়িটি রামগঙ্গা নদীর উপর একটি অসমাপ্ত সেতু থেকে পড়ে যায়।
নিহতরা হলেন যাঁরা ফাররুখাবাদ জেলার বাসিন্দা নিতিন ও অজিত এবং মৈনপুরী জেলার বাসিন্দা অমিত। তাঁরা নয়ডা থেকে বেয়রিলির ফরিদপুরে একটি বিয়েতে যাচ্ছিলেন। গুগল ম্যাপের নির্দেশ অনুসরণ করেই তাঁরা ওই বিপজ্জনক রাস্তায় চলে যান।
ডাটাগঞ্জ থানার এসএইচও গৌরব বিষ্ণোই জানান, পিডব্লিউডির চারজন ইঞ্জিনিয়ার ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গুগল ম্যাপের আঞ্চলিক কর্মকর্তাকেও তদন্তের আওতায় আনা হয়েছে।
গুগলের মুখপাত্র শোক প্রকাশ করে জানান, “আমরা তদন্তে কর্তৃপক্ষকে সহযোগিতা করছি।” জানা গেছে, সেতুটির সামনের অংশ বন্যায় ভেঙে পড়লেও তা গুগল ম্যাপে আপডেট করা হয়নি। সেতুটিতে কোনও নিরাপত্তা বেষ্টনী বা সতর্কতা চিহ্নও ছিল না।
আরও খবর পড়ুন