Home শিক্ষা ও কেরিয়ার আইসিএসই ও আইএসসি পরীক্ষার সূচি প্রকাশ

আইসিএসই ও আইএসসি পরীক্ষার সূচি প্রকাশ

0

২০২৫ সালের আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশ করল সিআইএসসিই। সোমবার কাউন্সিলের তরফে প্রকাশ করা হয়েছে পরীক্ষার বিস্তারিত সময়সূচি।

আইসিএসই পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে, চলবে ২৭ মার্চ পর্যন্ত। আইএসসি পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে, চলবে ৫ এপ্রিল পর্যন্ত। আইসিএসই-তে নথিভুক্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪। ছাত্র ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮। ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ১১৬ জন।

বিষয়ের উপর ভিত্তি করে কিছু পরীক্ষা সকাল ৯টা থেকে আর কিছু পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হবে। পরীক্ষার সময়সীমা ২ অথবা ৩ ঘণ্টা।

আইএসসি-তে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ ৬৭ হাজার। পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। তবে আর্ট পেপার-এর (ড্রয়িং অ্যান্ড পেন্টিং ফ্রম স্টিল লাইফ) সমস্ত পরীক্ষা শুরু সকাল ৯টা থেকে। সমস্ত পরীক্ষা চলবে ৩ ঘণ্টা ধরে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে হবে। কালো ও নীল রঙের কালিতে উত্তর লিখতে হবে। বৈদ্যুতিক যন্ত্র আর ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version