Home খবর দেশ রেল হকারদের জন্য বাধ্যতামূলক ফটো আইডি, থাকতেই হবে আধার নম্বর

রেল হকারদের জন্য বাধ্যতামূলক ফটো আইডি, থাকতেই হবে আধার নম্বর

রেল হকারদের জন্য নতুন নিয়ম—বাধ্যতামূলক ফটো আইডি ও আধার নম্বর। অবৈধ হকারদের ঠেকাতে কড়া নজর রেলমন্ত্রকের। সব জোনে জারি নির্দেশিকা।

railway-hawkers-must-have-photo-id
রেল হকারদের জন্য বাধ্যতামূলক ফটো আইডি

রেলস্টেশন ও ট্রেনে হকারদের উপর লাগাম টানতে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রেলমন্ত্রক। লাইসেন্সপ্রাপ্ত হকারদের জন্য চালু হতে চলেছে বাধ্যতামূলক ফটো আইডি কার্ড। সেই পরিচয়পত্রে আধার নম্বর থাকাও বাধ্যতামূলক করা হচ্ছে। রেলবোর্ড সূত্রে এই নির্দেশ ইতিমধ্যেই দেশের সব রেল জোনে পাঠানো হয়েছে। প্রত্যেক জেনারেল ম্যানেজারকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে।

গত কয়েক বছরে রেল যাত্রীদের একটি বড় অংশ অভিযোগ জানিয়েছে, স্টেশন এবং ট্রেনে বেআইনি হকারদের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এদের অনেকেই নিম্নমানের খাবার বা পণ্য বিক্রি করে, যার ফলে যাত্রী অসুস্থ হওয়ার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে হকারদের পরিচয় যাচাই এবং নিয়ন্ত্রণে আনতেই এই নতুন ব্যবস্থা চালু করছে রেল।

নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র বৈধ ফটো আইডি থাকা হকাররাই স্টেশন বা ট্রেনে প্রবেশাধিকার পাবেন। ওই আইডি কার্ডে থাকবে—

  • হকারের নাম
  • আধার নম্বর
  • লাইসেন্স ইস্যুর ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ
  • পুলিশ ভেরিফিকেশনের তথ্য
  • মেডিক্যাল ফিটনেসের বিবরণ
  • বরাতপ্রাপ্ত সংস্থার নাম
  • স্টেশন সুপারিনটেনডেন্ট/আইআরসিটিসি আধিকারিকের স্বাক্ষর

রেলবোর্ড জানিয়েছে, অবৈধ হকারদের রুখতে প্রয়োজনে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্টেশন ও ট্রেনগুলিতে নজরদারি আরও জোরদার করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, যদিও রাজধানী, বন্দে ভারত, দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে হকারদের প্রবেশ সীমিত, কিন্তু সাধারণ মেল বা এক্সপ্রেস ট্রেনে লাইসেন্সবিহীন হকারদের দৌরাত্ম্য অনেক বেশি। অন-বোর্ড পরিষেবার অভাবে অনেক সময় যাত্রীরা বাধ্য হয়ে এইসব হকারের কাছ থেকে খাবার কেনেন।

নতুন ব্যবস্থার ফলে যাত্রী নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং পরিষেবার গুণমান অনেকটাই বাড়বে বলে মনে করছেন রেলকর্তারা। যাত্রীরাও চাইছেন, একই সঙ্গে ট্রেন ও স্টেশনে মানসম্মত পরিষেবার ব্যবস্থা যেন নিশ্চিত করা হয়, যাতে হকার নির্ভরতা কমে।

আরও পড়ুন: মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version