১ নভেম্বর থেকে ট্রেন যাত্রার টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন আনছে ভারতীয় রেল। এতদিন যাত্রার চার মাস আগে থেকে টিকিট কাটার সুযোগ ছিল, কিন্তু এবার থেকে সেই সময়সীমা কমিয়ে দুমাস করা হচ্ছে। অর্থাৎ, আপনি যদি কোনও নির্দিষ্ট দিনে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে সেই দিনের ৬০ দিন আগে থেকেই টিকিট কাটতে হবে।
তবে মাথায় রাখতে হবে যে, ৩১ অক্টোবর পর্যন্ত পুরনো নিয়মই বহাল থাকবে। ফলে ফেব্রুয়ারি মাসে যদি কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে অক্টোবরেই টিকিট কাটতে হবে। অন্যদিকে, মার্চ মাসের জন্য ভ্রমণের টিকিট কাটার জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই পরিবর্তনের কারণ হিসাবে রেল কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধা এবং টিকিট সংক্রান্ত জটিলতা কমানোর লক্ষ্যের কথা জানিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, এই নতুন নিয়মের মাধ্যমে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে এবং টিকিট কাটার প্রক্রিয়া আরও সুষ্ঠু ও স্বচ্ছ হবে।
এছাড়াও, বিশেষ ট্রেন ও উৎসবকেন্দ্রিক ট্রেনগুলির টিকিট কাটার নিয়ম অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। তবে এই নতুন নিয়ম প্রবর্তনের ফলে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা করতে আরও সতর্ক থাকতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই টিকিট কাটার ব্যাপারে নজর রাখতে হবে।