দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন বিজেপি বিধায়ক রেখা গুপ্তা। রামলীলা ময়দানে আয়োজিত অনুষ্ঠানে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা তাঁকে শপথবাক্য পাঠ করান।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নড্ডা এবং এনডিএ-র অন্যান্য শীর্ষ নেতারা।
শালিমার বাগ কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রেখা গুপ্তা মুখ্যমন্ত্রীর পদে বসেন। তিনি আম আদমি পার্টির (আপ) প্রার্থী বন্দনা কুমারীকে ২৯,০০০-রও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। দিল্লির ইতিহাসে তিনি চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হলেন—এর আগে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং আপের আতশি এই দায়িত্ব পালন করেছেন।
আইনজীবী হিসেবে পরিচিত ৫০ বছর বয়সি রেখা গুপ্তা বেনে সম্প্রদায়ের প্রতিনিধি, যা বিজেপির অন্যতম শক্তিশালী ভোটব্যাংক হিসেবে পরিচিত।
এদিন দিল্লির নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন প্রবেশ বর্মা। তিনি নতুন দিল্লি কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে বিধায়ক হয়েছেন।
এছাড়াও, দিল্লির বিজেপি সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাঁচ বিধায়ক—মঞ্জিন্দর সিং সিরসা, কপিল মিশ্র, আশিস সুদ, পঙ্কজ কুমার সিং এবং রবীন্দ্র ইন্দ্রাজ সিং।
দিল্লির বিধানসভা নির্বাচনে ২৭ বছর পর ঐতিহাসিক জয় লাভের ১১ দিন পর বিজেপি রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে, যা আপের ১০ বছরের শাসনের অবসান ঘটিয়েছে।