Home শিল্প-বাণিজ্য পিএনবি-র ঋণে সুদের হার পরিবর্তন, ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর

পিএনবি-র ঋণে সুদের হার পরিবর্তন, ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর

0

পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) নিজেদের খুচরো ঋণে সুদের হার সংশোধন করেছে। নতুন এই সুদের হার ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে। ব্যাংকের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আরও প্রতিযোগিতামূলক আর্থিক পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গৃহঋণে কী পরিবর্তন হয়েছে?

পিএনবি গৃহঋণ বা হোম লোনে নতুন সুদের হার বার্ষিক ৮.১৫ শতাংশ থেকে শুরু হচ্ছে। গ্রাহকরা ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার উপর কোনো আগাম পরিশোধের জরিমানা, প্রসেসিং চার্জ বা নথিপত্র সংক্রান্ত চার্জ নেই। এছাড়া, পিএনবি ডিজি হোম লোন প্রকল্পের মাধ্যমে অনলাইনে সহজেই গৃহঋণ পাওয়া যাবে। তরুণ পেশাদারদের জন্য পিএনবি জেন-নেক্সট হোম লোন স্কিম চালু করা হয়েছে, যেখানে সর্বাধিক ১.২৫ গুণ পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ঋণ নেওয়া যাবে এবং পরিশোধের মেয়াদ হবে ৩০ বছর পর্যন্ত।

উচ্চ আয়ের চাকরিজীবীদের জন্য পিএনবি ম্যাক্স সেভার হোম লোন স্কিম চালু হয়েছে, যা ৮.৩০ শতাংশ হারে ওভারড্রাফট সুবিধার সঙ্গে পাওয়া যাবে। ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সমস্ত গৃহঋণে প্রসেসিং এবং ডকুমেন্ট চার্জ মকুব করা হয়েছে।

গাড়ির ঋণে কী পরিবর্তন হয়েছে?

পিএনবি গাড়ির ঋণের নতুন সুদের হার ন্যূনতম ৮.৫০ শতাংশ ধার্য করা হয়েছে। অনলাইনে আবেদনকারীদের জন্য পিএনবি ডিজি কার লোন প্রকল্পে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে, যেখানে প্রতি লক্ষ টাকার জন্য মাসিক কিস্তি (ইএমআই) হবে ১,২৪০ টাকা। পরিবেশবান্ধব গাড়ি কেনার ক্ষেত্রে পিএনবি গ্রিন কার লোন প্রকল্পের আওতায় অতিরিক্ত ০.০৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

শিক্ষা ঋণে কী পরিবর্তন হয়েছে?

উচ্চ শিক্ষার জন্য পিএনবি-র শিক্ষা ঋণ এখন বার্ষিক ৭.৮৫ শতাংশ সুদে পাওয়া যাবে। পিএনবি সরস্বতী এবং পিএনবি উড়ান প্রকল্পের মাধ্যমে দেশ-বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের ৯ শতাংশ হারে ঋণ দেওয়া হচ্ছে, যেখানে কোনো প্রসেসিং চার্জ লাগবে না।

ব্যক্তিগত ঋণ ও ওভারড্রাফট সুবিধায় কী পরিবর্তন এসেছে?

পিএনবি এখন ১১.২৫ শতাংশ বার্ষিক সুদে প্রি-অ্যাপ্রুভড পার্সোনাল লোন প্রদান করছে। পিএনবি স্বাগত প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দ্রুত অনুমোদনের জন্য ওটিপি-ভিত্তিক সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া, স্থায়ী আমানতের উপর ওভারড্রাফট সুবিধাও চালু রয়েছে, যেখানে আগাম অর্থ তোলার জন্য অতিরিক্ত কোনো জরিমানা দিতে হবে না।

কীভাবে বিস্তারিত তথ্য পাওয়া যাবে?

পিএনবি-র ঋণ প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাংকের শাখাগুলিতে বা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া, গ্রাহক পরিষেবা টিমের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version