Home খবর দেশ রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, বাংলায় ফিরছে ‘দ্য কেরালা স্টোরি’

রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, বাংলায় ফিরছে ‘দ্য কেরালা স্টোরি’

নয়াদিল্লি: হিন্দি ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞা মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। এই মামলায় প্রধান বিচারপতি জানিয়েছেন, “শুধুমাত্র ভাবনার উপর নির্ভর করে মতামত প্রকাশের মৌলিক অধিকার খর্ব করা যায় না”।

অশান্তির আশঙ্কার কথা বলে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছিল রাজ্য সরকার। ছবিতে অসত্য দেখানো হয়েছে, তথ্য বিকৃত করে দেখানো হয়েছে বলেও অভিযোগ করে রাজ্য। শুধু তাই নয়, এই ছবিতে অশান্তি বাঁধানোর সবরকম ইন্ধন রয়েছে বলেও যুক্তি দেয় রাজ্য। এই নির্দেশের বিরুদ্ধে আদালতে যান ছবির নির্মাতা।

তবে এ দিন শীর্ষ আদালত জানায়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারেরই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “নির্দিষ্ট কোথাও কিছু হলে সেখানে নিষিদ্ধ করা যেতে পারত, গোটা রাজ্যে কেন? পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই।”

প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, “শুধুমাত্র ভাবনার উপর নির্ভর করে মতামত প্রকাশের মৌলিক অধিকার খারিজ করা যায় না। মানুষের আবেগ নিয়ন্ত্রিত হওয়া দরকার। যদি আপনার পছন্দ না হয়, তা হলে দেখবেন না। বক্স অফিসের উপর ছেড়ে দিন পুরো বিষয়টা”।

আরও পড়ুন: ভালো-মন্দের সিদ্ধান্ত নেবে মানুষ, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে রাজ্য সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের

এর আগে একটি নোটিশের জবাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানায়, ছবিটি পক্ষপাতদুষ্ট। ‘বিদ্বেষমূলক’ ও ‘বিকৃত তথ্য’ থাকার কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের সেই নিষেধাজ্ঞা খারিজ করল শীর্ষ আদালত।

এই ছবি নিয়ে বিতর্কের মধ্যেই ৮ মে ‘দ্য কেরালা স্টোরি’র উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করার নির্দেশ দেন। এর পর রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান ছবির নির্মাতারা। অবশেষে এল সেই রায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এই ছবি প্রদর্শনের উপর থেকে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। এ বার ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলেও দেখানো যাবে এই ছবি।

বলে রাখা ভালো, সম্প্রতি মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। তবে মুক্তির পর থেকেই বেশ কয়েকটি রাজ্যে জোরদার প্রতিবাদের মুখোমুখিও হয় ছবিটি। আবার বেশ কিছু রাজ্য ছবিটিকে করমুক্ত ঘোষণাও করেছে।

আরও পড়ুন: প্রকাশ্যে আসবে ৩২ হাজার মেয়ের উধাও হওয়ার ঘটনা, মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’ এর ট্রেলার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version