কাশ্মীর ও সিন্ধু জলচুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। এমনই বিস্ফোরক দাবি প্রকাশ করেছে পাক সংবাদমাধ্যম ‘ডন’। বুধবার পাসরুর ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে শাহবাজ বলেন, “চলুন, এই আগুন আমরা প্রশমিত করি। একসঙ্গে বসে কাশ্মীর ও জল নিয়ে আলোচনা করি।”
শুধু আলোচনার প্রস্তাবই নয়, ভারতকে কড়া বার্তাও দিয়েছেন শাহবাজ। বলেছেন, “যুদ্ধ এবং আলোচনার জন্য আমরা প্রস্তুত। এ বার সিদ্ধান্ত আপনার।” একই সঙ্গে সিন্ধু জলচুক্তি নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, “আমাদের নির্দেশ দেবেন না, জল বন্ধের চেষ্টাও করবেন না। জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না।”
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরেই ভারত একতরফা ভাবে সিন্ধু চুক্তি স্থগিত ঘোষণা করেছিল। সন্ত্রাসবাদে মদত বন্ধ না করা পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক। সেই অবস্থানেই এখনও অনড় রয়েছে ভারত।
পাক প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করেন, ভারতের অপারেশন ‘সিঁদুর’-এর পাল্টা হিসেবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান মারসুস’ সফলভাবে পরিচালনা করেছে। ভারতের বড় বাঁধগুলিতে আঘাত হানার হুমকিও দেন তিনি। বলেন, “আমরা চাইলে বাগলিহার বাঁধও ধ্বংস করতে পারতাম।”
কাশ্মীর নিয়ে এর আগেও আন্তর্জাতিক মধ্যস্থতার প্রস্তাব এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় দাবি করেছিলেন, তিনি ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চান। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দেয়, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এখানে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চলবে না। পাকিস্তান যদিও এখনও সেই দাবিকেই আঁকড়ে রয়েছে।
পাকিস্তানে ৭১টি হামলার দায় স্বীকার করে ভারতের উদ্দেশে কী বার্তা বলুচ বিদ্রোহীদের