Home খবর দেশ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির মধ্যেই সিকিমে মরশুমের প্রথম তুষারপাত, বরফ পড়ল কাশ্মীরেও

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির মধ্যেই সিকিমে মরশুমের প্রথম তুষারপাত, বরফ পড়ল কাশ্মীরেও

0

খবর অনলাইন ডেস্ক: গত দু’দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। এই পরিস্থিতিতে এবার মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল সিকিম। পাশাপাশি মরশুমের প্রথম তুষারপাত হয়েছে জম্মু-কাশ্মীরের গুলমার্গেও।

শুক্রবার উত্তর সিকিমের ছাংগুতে তুষারপাত হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এদিন দুপুর নাগাদ একটু একটু করে তুষারপাত শুরু হয়েছিল। চলে বেশ খানিক ক্ষণ। তবে এই মুহূর্তে উত্তর সিকিম পর্যটকদের জন্য বন্ধ থাকায় স্থানীয় মানুষজন ছাড়া এই তুষারপাত কেউ উপভোগ করতে পারেননি। তবে অনেকেই আশাবাদী উত্তর সিকিম দ্রুত পর্যটকদের জন্য খুলে যাবে।

বৃহস্পতিবার থেকে অবিরাম বৃষ্টি চলছে পাহাড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে পাহাড়-সহ সমতলে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। তার মধ্যেই তিস্তায় নতুন করে জলস্ফীতি ঘটায় তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। বিপদ এড়াতে কয়েকটি এলাকায় নজরদারি শুরু হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক-সহ পাহাড়ি রাস্তাগুলিতে।

টানা চার দিনের বৃষ্টিতে বিপদের মুখে পাহাড় এবং সমতলের একাংশ। কালিম্পং তো বটেই, দার্জিলিঙের একাধিক জায়গায় ধস নেমেছে। সেলফিদারা, ২৮ মাইল, শ্বেতিঝোরায় ধসের জন্য সতর্কতা জারি করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কে। প্রায় সময়ই বন্ধ থাকছে জাতীয় সড়ক। ধস নেমেছে দার্জিলিঙের সিংমারি-সহ বেশ কয়েকটি জায়গায়।

কাশ্মীরে তুষারপাত

সিকিমের পাশাপাশি শুক্রবার মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থেকেছে গুলমার্গের আফারওয়াত। যাঁরা গুলমার্গ গিয়েছেন তাঁরা জানেন সেখানকার যে বিখ্যাত কেব্‌ল কার পরিষেবা রয়েছে, তার দ্বিতীয় ধাপে রয়েছে সমুদ্রতল থেকে ১৪ হাজার ফুট উচ্চতার এই আফারওয়াত।

গত কয়েক দিন ধরেই গরম পড়েছিল কাশ্মীর উপত্যকায়। এবার বর্ষায় সেখানে বৃষ্টিপাত অনেকটাই কম হয়েছে। তবে পর্যটন ব্যবসায়ীদের আশা, এত তাড়াতাড়ি যখন বরফ পড়েছে, তখন এই মরশুমে বরফের পরিস্থিতি যথেষ্ট অনুকূল থাকবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version