খবর অনলাইন ডেস্ক: কিছু দিন আগেই তীব্র গরমে নাজেহাল হতে হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে। একদিকে ভারী বৃষ্টিতে বন্যার ভ্রূকুটি, অন্যদিকে গরমে নাজেহাল অবস্থা– দুইয়ের দড়ি টানাটানির মাঝে পড়ে মানুষকে জেরবার হতে হয়েছে। ফের সেই রকম পরিস্থিতিই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
আগামী ১ অক্টোবর পর্যন্ত গরমের দাপট ফের বাড়বে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আর্দ্রতাজনিত কারণে তীব্র অস্বস্তি তৈরি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে এই সময়ে।
উল্লেখ্য, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গ। এই বৃষ্টি একদিকে যেমন গরমের হাত থেকে স্বস্তি দিয়েছিল, তেমনই নতুন করে বন্যার আশংকা বাড়িয়েছিল। তবে স্বস্তির খবর এই যে বন্যা পরিস্থিতির নতুন করে কোনো অবনতি হয়নি।
শনিবার সকালেও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি থামার পরেই রোদ্দুর উঠেছে। নতুন করে আগামী তিন-চার দিন আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ‘ভাদ্রের পচা গরম’-এর কারণে ফের গলদঘর্ম হতে হবে মানুষকে।
তবে ২ অক্টোবর, অর্থাৎ মহালয়ার দিন থেকে নতুন করে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। নতুন নিম্নচাপ নয় বরং মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠে এই বৃষ্টি নামাতে পারে।