
ভারতের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS) সম্প্রতি ঘোষণা করেছে যে তারা প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করবে। এই সিদ্ধান্তকে সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় কর্মী ছাঁটাই হিসেবে দেখা হচ্ছে। সংaস্থার বক্তব্য, ভবিষ্যতমুখী সংগঠন গড়ে তুলতে তারা কর্মীসংখ্যা কমাতে বাধ্য হচ্ছে। তবে কর্মী সংগঠনগুলির দাবি, এই ছাঁটাই কোনও প্রয়োজনের কারণে নয়, বরং মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে করা হচ্ছে।
ইউনিয়ন অফ আইটি অ্যান্ড আইটিইএস এমপ্লয়িজ (UNITE) এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নেমেছে। চেন্নাই–সহ একাধিক শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। সিটিও (CITU) এই আন্দোলনে ইউনাইট–এর পাশে দাঁড়িয়েছে। ইউনাইটের বক্তব্য, “কর্মীরা কেবল ব্যালেন্স শিটের সংখ্যা নন। এই অবৈধ ছাঁটাই কর্মসংস্থানের উপর সরাসরি আঘাত।”
সংগঠনের অভিযোগ, অভিজ্ঞ মধ্য ও উচ্চস্তরের কর্মীদের নিশানা করা হচ্ছে। এমনকি যাঁদের কর্মদক্ষতা ও নেতৃত্বের রেকর্ড যথেষ্ট শক্তিশালী, তাঁদেরও ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছে। ইউনাইটের হুঁশিয়ারি, সরকারের পক্ষ থেকে যদি দ্রুত হস্তক্ষেপ না আসে, তাহলে এই আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়া হবে।
অন্যদিকে, টি সি এস–এর তরফে জানানো হয়েছে, এই পরিবর্তন পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে পরিষেবার মান কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সংস্থা জানিয়েছে, “আমরা বুঝতে পারছি এটি কর্মীদের কাছে অত্যন্ত কঠিন সময়। তাই উপযুক্ত সুবিধা, নোটিস পিরিয়ড ক্ষতিপূরণ, সেভারেন্স বেনিফিট, আউটপ্লেসমেন্ট, কাউন্সেলিং ও সহায়তা দেওয়া হবে।”
তবুও, সংস্থার এই সিদ্ধান্ত ঘিরে আইটি শিল্পের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। বিশেষত যারা বহু বছর ধরে এই ক্ষেত্রে কাজ করছেন, তাঁদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: ফিউশন সিএক্স -এর নতুন ডেলিভারি সেন্টার শিলিগুড়িতে, ই-কমার্স ও রিটেল গ্রাহক সেবায় জোর