Home খবর দেশ দেখে মনে হবে ট্রেনের কামরা, আসলে ক্লাসঘর! অভিনব উদ্যোগ ছাত্র টানছে এই...

দেখে মনে হবে ট্রেনের কামরা, আসলে ক্লাসঘর! অভিনব উদ্যোগ ছাত্র টানছে এই সরকারি স্কুলে, দেখুন ভিডিয়োয়

0

সরকারি স্কুলে ছাত্রভর্তি ও উপস্থিতি বাড়াতে অভিনব উদ্যোগ! ট্রেন-থিমযুক্ত এই নতুন ব্যবস্থাপনা শিক্ষার পরিবেশকে আরও আনন্দদায়ক ও ইন্টারঅ্যাকটিভ করে তুলেছে বলে দাবি তেলঙ্গনার করিমনগর জেলার একটি স্কুল কর্তৃপক্ষের।

রুদ্রারাম গ্রামের জেলা পরিষদ হাইস্কুলের দেওয়ালগুলোকে ট্রেনের কামরার মতো সাজানো হয়েছে, যাতে ছাত্ররা ক্লাসরুমে প্রবেশের সময় ট্রেনে ওঠার অনুভূতি পায়। জানালা ও অন্যান্য নকশা সমৃদ্ধ এই উদ্যোগ অভিভাবক ও পড়ুয়াদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

স্কুলের এক শিক্ষক শ্রবণ কুমার বলেন, “আমরা এমন কিছু করতে চেয়েছিলাম যাতে ছাত্ররা স্কুলে আসতে আগ্রহী হয়। ট্রেনের ধারণাটি আমাদের খুব আকর্ষণীয় মনে হয়। এই উদ্যোগের ফলে স্কুলে ভর্তি ও উপস্থিতি দুটোই বেড়েছে। পড়ুয়ারা আনন্দের সঙ্গে আসছে, তাদের জন্য বিভিন্ন সার্কুলার কার্যক্রমও আয়োজন করা হচ্ছে, যা তাদের আরও উৎসাহিত করছে।”

অন্য এক শিক্ষক, মহম্মদ আরিফ হুসেন, শিক্ষার্থীদের উচ্ছ্বাসের কথা উল্লেখ করে বলেন, “এখানকার শিশুরা খুবই শৃঙ্খলাপরায়ণ। ট্রেন-থিমযুক্ত ক্লাসরুমগুলোয় যেন সত্যিকারের ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া যায়। শিক্ষার্থীরাও এটি দেখে অত্যন্ত আনন্দিত। আমরা তাদের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করছি।”

এই অভিনব উদ্যোগের ফলে শিক্ষার্থীদের শেখার আগ্রহ আরও বেড়েছে এবং তারা নতুনভাবে শিক্ষার আনন্দ উপভোগ করছে।

দশম শ্রেণির ছাত্রী বৈষ্ণবী বলে, “এখন স্কুলে আসার জন্য আমি খুব উৎসাহ অনুভব করি। এটা একটা মজাদার ও আনন্দদায়ক অভিজ্ঞতা।”

একইভাবে, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী উচ্ছ্বাস প্রকাশ করে বলে, “দেওয়ালে ট্রেন দেখে আমি খুব খুশি হয়েছি। স্কুলে ঢোকার সময় মনে হয়, সত্যিই যেন ট্রেনে উঠছি।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version