সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলনে নতুন রাজ্য কমিটি গঠন করা হল মঙ্গলবার। জানা গিয়েছে, সর্বসম্মতিক্রমে নির্বাচিত এই কমিটিতে ৮০ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ১৪ জন মহিলা। মহম্মদ সেলিমকে পুনরায় রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার থেকে হুগলির ডানকুনিতে শুরু হয়েছে সিপিএমের রাজ্য সম্মেলন। আজ তার শেষ দিন। নির্ধারিত সূচি মতো এ দিন ৮০ জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। সেখানেই সর্বসম্মতিক্রমে সেলিমকে রাজ্য সম্পাদক করা হয়।
দলীয় সূত্রে খবর, নতুন রাজ্য কমিটিতে ১১ জন নতুন মুখ জায়গা পেয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হুগলির তরুণ ট্রেড ইউনিয়ন নেতা তীর্থঙ্কর রায় এবং দলের তাত্ত্বিক মুখপত্রকে ডিজিটাল ও সময়োপযোগী করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শান্তনু দে। তবে ছাত্র-যুব ফ্রন্ট থেকে এবারও নতুন কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। সিপিএম সূত্রে খবর, ভবিষ্যতে কয়েকজন ছাত্র-যুব নেতাকে আমন্ত্রিত সদস্য করা হতে পারে।
এবারের রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন একাধিক প্রবীণ নেতা। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ, বাঁকুড়ার প্রবীণ নেতা অমিয় পাত্র ও উত্তরবঙ্গের জীবেশ সরকার। বয়সজনিত কারণে সরানো হয়েছে দলের রাজ্যসভার একমাত্র সাংসদ বিকাশ ভট্টাচার্যকেও, তবে তাঁকে বিশেষ আমন্ত্রিত সদস্যও করা হয়নি। অমিয় পাত্রকে অবশ্য বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে।
নতুন কমিটিতে তেমন কোনো চমক না থাকলেও দলের ভবিষ্যৎ রূপরেখা কী হবে, সে দিকেই এখন নজর রাখছে রাজনৈতিক মহল।