ত্রিপুরা : বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ত্রিপুরার রাজনৈতিক মহল। আজ, মঙ্গলবার বিজেপির হয়ে প্রচার সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তাঁর কন্ঠে শোনা গেল রাম মন্দিরের কথা। তিনি বলেন, ‘একটা সময় যখন অযোধ্যায় রাম মন্দির গড়ার দাবীতে সরব হয়েছিলেন সকলেই তখন বিরোধিতা করেছিল কংগ্রেস। বর্তমানে সেই কাজ শেষের মুখে। কংগ্রেস সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করে’। দুর্নীতির প্রসঙ্গ তুলে কংগ্রেসকে এক হাত নিয়ে তিনি বলেন,’কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে কমনওয়েলথ গেমস ক্যাম্প। সবেতেই যুক্ত ছিলেন কংগ্রেসের নেতা মন্ত্রীরা’।
নরেন্দ্র মোদির নেতৃত্বে কিভাবে ডবল ইঞ্জিন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে কথা শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন,’কাজ পাচ্ছেন বেকার যুবক-যুবতীরা। কিষান নিধি সম্মান স্কিমের সুবিধা পাচ্ছেন কৃষকেরা’। ডবল ইঞ্জিন সরকারকে সমর্থন করার আবেদন তিনি জানান ত্রিপুরাবাসীর কাছে
বিজেপি সরকারের ভুয়সী প্রশংসা করে তিনি বলেন,’বিগত পাঁচ বছরে ত্রিপুরায় একটা নতুন পরিচিতি এসেছে। প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে উন্নয়নের হাওয়া। মোদির সবকা বিকাশ সবকা সাথ মন্ত্রের প্রকাশ দেখা যাচ্ছে ত্রিপুরায়’।
বাম-কংগ্রেস জোটকে এক হাত নিয়ে তিনি বলেন, বাম আর কংগ্রেস হাত ধরাধরি করে ভোটে লড়ছে। তার মানে ত্রিপুরায় আরও বেশি করে নৈরাজ্য ছড়াতে চাইছে তারা। সাধারণ মানুষ সরকারের দিক থেকে যা যা সুবিধা পাচ্ছে সে সমস্ত সুবিধা কেড়ে নেবে বাম কংগ্রেস। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের সাথে বঞ্চনা করা হবে’।