ত্রিপুরা : ত্রিপুরার ভোট প্রচারে গিয়েও ‘ডবল ইঞ্জিনের’ তত্ত্ব তুলে ধরেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলাতেও শোনা যায় এই একই কথা। তিনি বলেন, ডবল ইঞ্জিনের সরকার হলে রাজ্যের উন্নয়ন হবে দ্বিগুণ গতিতে। এবার বিজেপির ডবল ইঞ্জিন সরকারের পাল্টা তৃণমূলের ডবল ইঞ্জিন সরকারের তত্ত্ব তুলে ধরলেন কুণাল ঘোষ।
রবিবার তিনি বলেন, ‘ত্রিপুরায় ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার ভূমিপুত্রই হবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। কিন্তু অভিভাবকের দায়িত্ব পালন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই চলবে দুই রাজ্যের ডাবল ইঞ্জিনের কাজ’।
তৃণমূলের অন্যতম প্রধান মুখপাত্রের দাবি, ‘দিল্লি এবং ত্রিপুরার ডাবল ইঞ্জিন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলে প্রতি মাসে ত্রিপুরায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপদেশ দেবেন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সব প্রকল্প চালু হবে ত্রিপুরাতেও। তিনি বলেন, উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে শীর্ষে। বাংলার উন্নয়নের মডেলেই চলবে ত্রিপুরা’।