Home খবর দেশ রাজনৈতিক মহলে নয়া সমীকরণ, বিজেপিকে চাপে রাখছে তিপ্রা মথা

রাজনৈতিক মহলে নয়া সমীকরণ, বিজেপিকে চাপে রাখছে তিপ্রা মথা

0

ত্রিপুরা : চলতি বছরে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবার লড়াই হতে চলেছে চারটি রাজনৈতিক দলের। বিজেপি, তৃণমূল, তিপ্রা মথা, এবং বাম কংগ্রেস। ইতিমধ্যেই ত্রিপুরায় চলছে বিজেপি রাজ। তবে এই রাজ্যে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস।

আর এসবের মধ্যেই চলতি বছর বিধানসভা ভোটে লড়বেন তিপ্রা মথা। যার সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মন। তাঁর একটাই দাবি, গ্রেটার তিপ্রাল্যান্ড। আর সেই দাবিকে যারা মান্যতা দেবে তিপ্রা মথাও তাদেরই সমর্থন দেবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন সুপ্রিমো। মাত্র ২ বছর বয়স তিপ্রা মথার। এর আগে প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মন কংগ্রেসে ছিলেন। তবে দাবিদাওয়া নিয়ে মনোমালিন্যেই বেরিয়ে এসে নিজের দল তৈরি করেন তিনি। আর মাত্র দু’বছরেই রাজ্যবাসী এবং রাজ্য রাজনীতিতে স্বতন্ত্র্য প্রভাব ফেলেছে এই দল।

৬০টি আসন নিয়ে ত্রিপুরা বিধানসভা। সেখানে শাসকদল বিজেপির প্রার্থী দিয়েছে ৫৫টিতে। ২৮টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। বাম-কংগ্রেস জোট করে লড়ছে। ৪৬টি আসনে বামেরা প্রার্থী দিয়েছে, কংগ্রেসের প্রার্থী সংখ্যা ১৩। তিপ্রা মথার প্রার্থী সংখ্যা ৪২। সকলের নজর এই ৪২ প্রার্থীর দিকে।

রাজপরিবারের সদস্য প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মন। এক সময় ত্রিপুরার রাজ্য সভাপতি ছিলেন তিনি। এখন তাঁর সবকিছু তিপ্রা মথাই। তিপ্রাল্যান্ডের দাবিতেই অনড় তারা। রাজ্যের আদিবাসীদের হয়েই মূলত প্রচারে সুর চড়াচ্ছে প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মনের দল। রাজ্যের জনসংখ্যার নিরিখে ত্রিপুরায় আদিবাসী ভোট ৩২ শতাংশ। বাম আমল থেকেই এ রাজ্যে আদিবাসীরা বঞ্চিত বলে অভিযোগ ওঠে। সেই ইস্যুকে সামনে রেখে ভোটপ্রচারে ঝড় তুলছেন রাজ পরিবারের সদস্য।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version