তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দলের ‘দিল্লির মুখপাত্র’ হিসেবে দায়িত্ব পেলেন। সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত ঘোষণা করেন। অভিষেকের এই নতুন ভূমিকায় নয়াদিল্লিতে জাতীয় রাজনীতিতে দলের অবস্থান জানানো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে প্রতিক্রিয়া দেওয়ার দায়িত্ব থাকবে।
তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এই দায়িত্ব মানে অভিষেকের কার্যপরিধি সীমাবদ্ধ নয়। তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে যে কোনও বিষয়ে মত প্রকাশ করতে পারবেন। বৈঠকে অভিষেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন, যেমন বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল কার্যকর না হওয়ার বিষয়টি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ব্লকে ব্লকে কর্মসূচি নেওয়ার প্রস্তাব দেন।

চলছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক।
মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মুখপাত্র হিসেবে আরও কয়েকজন নেতাকে দায়িত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব, কাকলি ঘোষদস্তিদার, সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। এছাড়াও অর্থনৈতিক, শিল্প, উত্তরবঙ্গ ও চা-বাগান সম্পর্কিত বিষয়ের জন্য আলাদা মুখপাত্র নিযুক্ত করা হয়েছে।
তৃণমূলের এই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলবিরোধী কাজ করলে শৃঙ্খলাভঙ্গের জন্য কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনটি শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হয়েছে সংসদ, বিধানসভা এবং দলের জন্য।