Home খবর দেশ পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা, অন্তত ২৬ জনের মৃত্যু, আহত অনেকে

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা, অন্তত ২৬ জনের মৃত্যু, আহত অনেকে

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গিহানলায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সন্ধ্যায় ট্রেকিংয়ে যাওয়া একদল পর্যটককে লক্ষ্য করে আচমকা এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হামলায় অন্তত ২৬ জন পর্যটক মারা গিয়েছেন, আহত হয়েছেন অনেকে।

ঘটনাস্থলেই দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে তিনজন স্থানীয় এবং বাকি তিনজন রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান, জঙ্গিরা সাধারণ পর্যটকদের মধ্যেই মিশে ছিল। সেখান থেকেই সুযোগ বুঝে হামলা চালানো হয়। সেনা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “পর্যটকদের উপর হামলা নিন্দনীয় এবং বর্বরোচিত।” পিডিপি নেত্রী মেহবুবা মুফতি কড়া ভাষায় নিন্দা করে বলেন, “এই ধরনের হিংসাত্মক ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”

ঘটনার গুরুত্ব অনুধাবন করে সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে অমিত শাহ জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রসঙ্গত, আগামী জুলাই মাসে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগেই এমন হামলায় পর্যটক ও পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের সামনে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version