পরিবেশ সচেতনতার দিকে এখন বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করলেই তো হবে না বিশ্ব উষ্ণায়ণ ঠেকাতে হলে গাছ বসানো দরকার। তেলেঙ্গানার আদিলাবাদ জেলার প্রত্যন্ত জঙ্গল ঘেরা সিরিকোণ্ডা মণ্ডলের বায়ুপেটা গ্রামের বাসিন্দারা এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন। আদিবাসী অধ্যুষিত গ্রাম বায়ুপেটা। একটা গাছ না কেটেও আদিলাবাদ জেলার সিরিকোণ্ডা মণ্ডলের অধীনে বায়ুপেটা গ্রামের বাসিন্দারা আস্ত কাঠের মন্দির তৈরি করেছেন।
দেবী মহানকালীর কাঠের মন্দির তৈরি করা হয়েছে একটাও গাছ না কেটে। বহু বছর ধরে আদিবাসীদের আরাধ্য দেবী মহানকালীর পুজো হত মাটির কুঁড়ে ঘরে। গ্রামের বাসিন্দা কিনাকা শম্ভু নেপালে যান। তিনি নেপালের কাঠের মন্দির দেখে আরাধ্য দেবীর জন্য এমন মন্দির তৈরি করার পরিকল্পনা করেন। নিজের মনের কথা গ্রামের বাসিন্দাদের জানান। বাকিরা সমর্থন করেন।
২০২৩ সালে ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ে জঙ্গলের বিরাট একটা গাছ। ভেঙে পড়া সেই গাছের কাঠ কেটে ২০২৩ সালে শুরু হয় কাঠের মন্দির তৈরির কাজ। মন্দিরে কাঠের কারুকাজ করা ২৬টি স্তম্ভ, গোপুরম, গর্ভগৃহ, দেওয়াল আর প্রবেশপথ রয়েছে। প্রতিটি স্তম্ভে কাঠের ওপর খোদাই করা আদিবাসী দেবদেবী, পশুপাখি, গাছপালা আছে। স্থানীয় আদিবাসী কাঠের কাজ করা মিস্ত্রিরা মন্দির তৈরি করেছেন। কোনো আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়নি।