Home খবর কলকাতা এ বার থেকে শনি-রবিবারও চলবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো, শুরু ১৩ সেপ্টেম্বর

এ বার থেকে শনি-রবিবারও চলবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো, শুরু ১৩ সেপ্টেম্বর

Noapara Airport Metro

কলকাতাবাসীর জন্য সুখবর। এবার থেকে সপ্তাহান্তের ছুটির দিন শনি এবং রবিবারেও মিলবে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের (নোয়াপাড়া–বিমানবন্দর) পরিষেবা। আগামী ১৩ সেপ্টেম্বর, শনিবার থেকেই চালু হচ্ছে এই নতুন ব্যবস্থা।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মিলবে ৪৪টি পরিষেবা (আপ এবং ডাউনে ২২টি করে), আর রবিবার মিলবে ৪০টি পরিষেবা (আপ এবং ডাউনে ২০টি করে)। সপ্তাহান্তের দুই দিনেই ৩৫ মিনিট অন্তর চলবে মেট্রো।

  • শনিবার পরিষেবা: সকাল ৭টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত।
  • রবিবার পরিষেবা: সকাল ৮টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ২২ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, গত ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া–বিমানবন্দর রুটের উদ্বোধন করেন। ২৫ অগস্ট থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় এই রুট। ইয়েলো লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। এখান থেকে শিয়ালদহ–বনগাঁ শাখার বহু যাত্রী মেট্রো পরিষেবা ব্যবহার করছেন।

পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে ৭ হাজারেরও বেশি যাত্রী এই নতুন রুটে যাতায়াত করছেন। এতদিন সোম থেকে শুক্রবার পর্যন্তই মেট্রো চলত। তবে যাত্রীসংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখে কর্তৃপক্ষ এবার সপ্তাহান্তেও পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল।

নতুন সম্প্রসারণের ফলে এক টিকিটেই যাত্রীরা বিমানবন্দর থেকে হাওড়া ময়দান পর্যন্ত যেতে পারছেন। নোয়াপাড়া ও এসপ্ল্যানেডে দু’বার বদল করে গঙ্গার নীচ দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এই আন্তঃসংযোগ যাত্রীদের জন্য বড় সুবিধা হলেও, প্রাচীন ব্লু লাইনে মাঝেমধ্যে প্রযুক্তিগত সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। এর মধ্যেই সপ্তাহান্তে ইয়েলো লাইনে পরিষেবা চালুর সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন: আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version