Home খবর দেশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট ৮৯ আসনে, রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও...

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট ৮৯ আসনে, রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে

0

খবর অনলাইন ডেস্ক: আজ শুক্রবার ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হচ্ছে। দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৯টি আসনে ভোট হচ্ছে। ভোট শুরু হচ্ছে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এ দিন ১২০৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে।  

গত ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১০২টি আসনে ভোট নেওয়া হয়েছিল। প্রায় দেড় মাস চলা সাত দফার ভোটগ্রহণপর্ব শুরু হয়েছে ১৯ এপ্রিল। সপ্তম তথা শেষ দফার ভোট নেওয়া হবে ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন।

কেরল, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে লোকসভা ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। লোকসভার যে ৮৯টি আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে অসম (৫), বিহার (৫), ছত্তীসগঢ় (৩), জম্মু-কাশ্মীর (১), কর্নাটক (১৪), কেরল (২০), মধ্যপ্রদেশ (৭), মহারাষ্ট্র (৮), মণিপুর (১), রাজস্থান (১৩), ত্রিপুরা (১), উত্তরপ্রদেশ (৮) এবং পশ্চিমবঙ্গ (৩)।

এ দিন যে ৮৯টি আসনে ভোট নেওয়া হচ্ছে, তার মধ্যে ২০১৯-এর নির্বাচনের নিরিখে বিজেপি ও তার জোটসঙ্গীরা জিতেছিল ৫৫টি আসনে, কংগ্রেস ও তার জোটসঙ্গীরা (কেরলে) জিতেছিল ১৯টি আসনে এবং সিপিএম জিতেছিল ১টি আসনে।

যে সব নামজাদা ব্যক্তির ভাগ্য এ দিন নির্ধারিত হতে চলেছে –

কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরলের ওয়েনাড় কেন্দ্রে।

কংগ্রেস নেতা শশী থারুর কেরলের তিরু অনন্তপুরম কেন্দ্রে।

টিভি সিরিয়াল ‘রামায়ণ’-এ রামের চরিত্রাভিনেতা বিজেপি প্রার্থী অরুণ গোভিল উত্তরপ্রদেশের মেরঠ কেন্দ্রে।

বলিউড অভিনেত্রী বিজেপি প্রার্থী হেমা মালিনী উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্রে।

লোকসভার স্পিকার বিজেপি প্রার্থী ওম বিড়লা রাজস্থানের কোটা বুঁদি কেন্দ্রে।

ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখমন্ত্রী কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ছত্তীসগঢ়ের রাজনন্দনগাঁও কেন্দ্রে।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জেডি (এস) প্রার্থী হিসাবে কর্নাটকের উদুপি চিকমাগালুর কেন্দ্রে।  

ভারতীয় জনতা যুব মোর্চার প্রেসিডেন্ট বিজেপি প্রার্থী তেজস্বী সূর্য কর্নাটকের বেঙ্গালুরু সাউথ কেন্দ্রে।

আরও পড়ুন

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version