Home খবর বাংলাদেশ প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

0

আজমেরী হক বাঁধন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম এই অভিনেত্রী। যিনি এবার রেকর্ড গড়লেন। পেলেন মা হবার সম্পূর্ণ অভিভাবকত্বের শিরোপা। এর আগে বাংলাদেশের কোনও মহিলা এই অধিকার পাননি, মানে পূর্ণ অভিভাবকের স্বীকৃতি পাননি। সেই স্বীকৃতিই পেলেন বাঁধন। অভিনেত্রীর মুখে এখন চওড়া হাসি।

বাংলাদেশের অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০-এর ১৯ (খ) ধারা অনুসারে কোনও নাবালক সন্তানের বাবা যদি জীবিত থাকেন তাহলে কোনো অবস্থাতেই অন্য কেউ সেই নাবালক সন্তানের অভিভাবকত্ব নেওয়ার সুযোগ পাবেন না। কিন্তু আদালতের নির্দেশে সেই অধিকার পেলেন বাঁধন। ১৮৯০ সালের আইন সংশোধনেরও নির্দেশ দিয়েছে আদালত।

তারপরে বাঁধন পান পূর্ণ অভিভাবকের স্বীকৃতি। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, “এটা শুধুমাত্র আমার একার অর্জন হয়ে থাক সেটা আমি চাই না। আমি চাই বাংলাদেশের সব মায়েদেরই অধিকার থাকুক তাঁর সন্তানের উপর।”

অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্পর্কে কিছু তথ্য:

বাঁধন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় রানার-আপ হয়ে পরিচিতি লাভ করেন। ২০১০ সালে ‘নিঝুম অরণ্য’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। অভিনীত চলচ্চিত্রগুলি হল নিঝুম অরণ্য (২০১০), রেহানা (২০১৩), ঢাকা ২৪ (২০১৮)। টিভি সিরিজ, রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি, ধারাবাহিক নাটক ‘মা’ ইত্যাদি ‘খুফিয়া’ (২০২৩)।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version