Home খবর দেশ বিচ্যুতি হলেই হস্তক্ষেপ: বিহারের ভোটার তালিকা ইস্যুতে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

বিচ্যুতি হলেই হস্তক্ষেপ: বিহারের ভোটার তালিকা ইস্যুতে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

sc on Bihar

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision বা SIR) নিয়ে জারি হওয়া বিতর্কিত নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক মামলায় আগামী ১২ ও ১৩ আগস্ট শুনানি করবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মর্মে নির্দেশ দিয়েছে বিচারপতি সুর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।

শীর্ষ আদালত এদিন সাফ জানিয়ে দেয়, যদি নির্বাচন কমিশন নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে, তবে আদালত হস্তক্ষেপ করতে পিছপা হবে না। বিচারপতি সুর্যকান্ত বলেন, “তারা (কমিশন) যদি এসআইআর বিজ্ঞপ্তির পথ থেকে সরে যায়… তবে আমরা হস্তক্ষেপ করব।”

আদালতের পর্যবেক্ষণে জানানো হয়, উভয় পক্ষের প্রস্তাবিত সময়সীমা ও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মামলাগুলি ১২ ও ১৩ আগস্ট শুনানির জন্য তোলা হবে।

উল্লেখ্য, ২৪ জুন নির্বাচন কমিশন বিহারে এসআইআর শুরু করার নির্দেশ দেয়। যার বিরুদ্ধে আর্টিকল ১৪, ১৯, ২১, ৩২৫ এবং ৩২৬ সহ সংবিধান ও নির্বাচনী আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছেন আবেদনকারীরা। আবেদনকারীদের তরফে অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ দাবি করেন, এই প্রক্রিয়ায় প্রায় ৬৫ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে।

তবে কমিশনের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, এখনই চূড়ান্ত সংখ্যার কথা বলা সম্ভব নয়। আপত্তি নিষ্পত্তি হওয়ার পরই প্রকৃত তথ্য সামনে আসবে এবং সেপ্টেম্বর ১৫-এর মধ্যে তালিকা প্রকাশ হতে পারে।

শীর্ষ আদালত জানিয়েছে, প্রথম পর্যায়ে খসড়া তালিকা নিয়ে শুনানি হবে আগস্টে এবং দ্বিতীয় পর্যায়ে সেপ্টেম্বরে চূড়ান্ত বিষয়গুলিতে শুনানি হবে। এই মামলায় নোডাল কনসেল হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট নেহা রাঠি। সমস্ত মামলার কাগজপত্র জমা দেওয়ার জন্য ৮ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর রাজ্যে ফের ওবিসি ভর্তির প্রক্রিয়া শুরু, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version