Home খবর দেশ পর্যটকের ছদ্মবেশে রাতে ঘুরলেন মহিলা পুলিশ আধিকারিক, তারপর কী হল?

পর্যটকের ছদ্মবেশে রাতে ঘুরলেন মহিলা পুলিশ আধিকারিক, তারপর কী হল?

0

খবর অনলাইনডেস্ক: পর্যটকের ছদ্মবেশ নিয়ে এবং সাদা পোশাকে রাতের আগরা শহর দেখার সিদ্ধান্ত নিলেন এক মহিলা পুলিশ আধিকারিক। তাঁর উদ্দেশ্য ছিল রাতের শহরের নিরাপত্তা নিয়ে নিজের দফতরের ব্যবস্থাপনা খতিয়ে দেখার। পাশাপাশি অটোর ক্ষেত্রে মহিলারা রাতে কতটা নিরাপদ বোধ করবেন, সেটাও বুঝতে বেরিয়েছিলেন তিনি।

তাজমহলের জন্য বিখ্যাত পর্যটন শহর আগরার অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) সুকন্যা শর্মা এই পদক্ষেপের সূচনা করেছিলেন আগরা ক্যান্টনমেন্ট স্টেশনে। ৩৩ বছর বয়সি ওই পুলিশ আধিকারিক প্রথমে নিজেই দফতরেই ফোন করে বসেন সাহায্যপ্রার্থী হয়ে।

আপৎকালীন পরিস্থিতিতে যে হেল্পলাইন নাম্বার আছে সেই ১১২-তে ফোন করেন সুকন্যা। ওইদিকে ফোন ধরলে তিনি বলেন গভীর রাত এবং রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার ফলে তিনি ভয় পাচ্ছেন। ফোনের অন্য প্রান্ত থেকে বলা হয় তিনি যেন একটি নিরাপদ স্থানে গিয়ে অপেক্ষা করেন এবং তাঁর অবস্থান সম্পর্কে সব তথ্য নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশের টহলদারি বাহিনীর থেকে ফোন করে তাঁকে বলে হয়, সুকন্যাকে তাঁর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তাঁরা আসছেন।

তখনই ফোনে নিজের পরিচয় দেন সুকন্যা। বলেন, পুলিশের এই আপৎকালীন ব্যবস্থাটি কতটা সক্রিয় সেটা পরীক্ষা করার জন্য তিনি পর্যটকের ছদ্মবেশে তাদের ফোন করেছিলেন। পুলিশ যে তাঁর পরীক্ষায় পাশ করে গিয়েছে, সেটাও জানিয়ে দেন তিনি।

এর পরের পরীক্ষাটি ছিল অটোচালককে নিয়ে। রাস্তায় দাঁড়িয়েই একটি অটো ডাকেন সুকন্যা। কোথায় যেতে হবে, সেটা অটোচালককে বলার পর তার ভাড়াটি জেনে নেন। সেইমতো অটোতে উঠে যাত্রা শুরু করেন ওই পুলিশ আধিকারিক।

নিজের পরিচয় গোপন রেখেই রাস্তায় যেতে যেতেই মহিলাদের নিরাপত্তা নিয়ে ওই অটোচালককে নানা রকম প্রশ্ন করতে থাকেন সুকন্যা। অটোচালকের উত্তরে সন্তুষ্ট হন তিনি। এরপর নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে তিনি অটোচালককে নিজের পরিচয় দেন এবং বলেন যে তিনিও এই পরীক্ষায় পাশ করে গিয়েছেন।

এসিপি সুকন্যার এই পদক্ষেপের কথা জানাজানি হতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নাগরিক সমাজ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version