Home খবর দেশ বাড়ির কাজে মহিলাদের অবদান, মাত্র ৩ ঘন্টা সময় দেন পুরুষরা

বাড়ির কাজে মহিলাদের অবদান, মাত্র ৩ ঘন্টা সময় দেন পুরুষরা

0

নয়া দিল্লি : বদলেছে সময়। বদলেছে মানুষের জীবন। একটা সময় বাড়ির কাজ করতে করতেই সময় পেরিয়ে যেত মহিলাদের। অথচ মিল তো না কোন পারিশ্রমিক। বরং পান থেকে চুন খসলেই কথা শুনতে হতো মহিলাদের। সময় বদলেছে, বর্তমানে বাইরে গিয়ে চাকরি করছেন হাজার হাজার মহিলা। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছেন সংসারের দায়িত্ব। কিন্তু বিনা পারিশ্রমিকের শ্রম কি কমেছে? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মধ্যে।

বাইরে চাকরি যতই করুক। বাড়িতে এসে বিনা পারিশ্রমকেই খাটতে হচ্ছে মহিলাদের। সম্প্রতি এক গবেষণায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আমেদাবাদের অধ্যাপক নম্রতা যে কথা জানিয়েছেন তা শুনলে চমকে যাবেন আপনিও। তাঁর দাবি, উপার্জনক্ষম মহিলারা প্রতিদিন গৃহকর্মে অন্তত ৭ ঘণ্টা ১২ মিনিট সময় দেন। সে জায়গায় একজন পুরুষ সময় দেন মাত্র ২ ঘন্টা ৪৮ মিনিট।

বর্তমান সময়ে বিভিন্ন মহিলা এবং পুরুষদের জন্য বরাদ্দ সময়ের মূল্যায়নের অন্যতম মাধ্যম এই সার্ভে। ইউরোপের বিভিন্ন দেশেও এর প্রয়োগ করা হয়েছে। ভারতে প্রথম ২০১৯ সালে টাইম ইউথ সার্ভে করে এনএসএসও। মহিলাদের জন্য নীতি নির্ধারণে সরকারকে সেই সমীক্ষার সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন নম্রতা।

তার দাবি, সংসারে সময় দিতে গিয়ে নিজেদের জন্য সময় পাচ্ছেন না মহিলারা। একদিকে সংসার অন্যদিকে বাইরে গিয়ে চাকরি। সবমিলিয়ে নাস্তানাবুদ মহিলারা। এমনকি উপার্জন বা চাকরি মহিলাদের কাছে দ্বিতীয় কাজ। প্রথম কাজ হিসেবে তাঁরা বেছে নিয়েছেন বিনা পারিশ্রমিকে সাংসারিক দায়িত্ব পূরণ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version