কলকাতা: সোমবার নবান্নে মুখোমুখি সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। প্রায় আধঘণ্টার বৈঠক করলেন তাঁরা। বৈঠক শেষে বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একসঙ্গে লড়াই করার বার্তা দিলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী।
নবান্নে নীতীশ-তেজস্বীর সঙ্গে বৈঠকের পর মমতার বার্তা, “উন্নয়ন নিয়ে ওনাদের সঙ্গে কথা হল। রাজনৈতিক বেশ কিছু বিষয়েও কথা হয়েছে। ইগোকে সরিয়ে সবাই একসঙ্গে কাজ করতে চাই। হিরো হয়ে গেছে বিজেপি, জিরো করতে হবে। শুধু মিথ্যা কথা বলে, ফেক ভিডিও বানিয়ে মিথ্যে ছড়ায়। এ রকম চলতে পারে না”।
নীতীশ কুমারের কথায়, “যাঁদের উপর দেশ চালানোর ভার রয়েছে তাঁরা দেশের স্বার্থে কিছুই করছে না। শুধুমাত্র নিজেদের স্বার্থে কাজ করছে। যারা শাসক দল তারা শুধু নিজেদের প্রচার করে। দেশের জন্য কোনও কাজ করে না। আমাদের যে কথা হয়েছে, তা হল আমাদের সকলকে আরও বেশি বেশি করে, সবদলকে এক হয়ে আগামী লোকসভার জন্য প্রস্তুত হতে হবে। সকলে একসঙ্গে বসে কথাবার্তা বলুক। কী ভাবে পরবর্তী পথ এগোনো যায়, তা ঠিক হোক।”
রাজনৈতিক আলোচনার পাশাপাশি বাংলার উন্নয়ন নিয়েও কথা হয়। এ রাজ্যের উন্নয়নের ঢালাও প্রশংসা করেন বিহারের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বাংলায় সবকিছু কত ভালো হয়েছে। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কত উন্নয়ন করেছেন।”
আরও পড়ুন: গোপন ব্যালটে মতামত নিয়ে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই, ২২ সদস্যের কমিটি তৈরি করল তৃণমূল