বর্ষার টানা দুর্যোগ থেকে আপাতত খানিকটা বিরাম। পূর্বাভাস অনুযায়ী, ২৫ থেকে ২৭ আগস্ট রাজ্যের অধিকাংশ জেলাতেই আবহাওয়া পরিষ্কার থাকবে। কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে এই সময়ে ভ্রমণ বা বাইরে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সমস্যার মুখে পড়তে হবে না।
তবে আদ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলবে না। আর্দ্রতা এবং গরম মিলিয়ে দিনে ঘেমে নাকাল হওয়ার সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দফতরের মতে, ২৮ আগস্ট, বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হলে তার প্রভাব আরও বাড়তে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম লেখানো যাবে দুয়ারে সরকার শিবিরে, পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা রাজ্যের
