Home খবর রাজ্য ট্রাকমালিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট, বাড়তে পারে ডিম, মাছ, আনাজের দাম

ট্রাকমালিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট, বাড়তে পারে ডিম, মাছ, আনাজের দাম

ট্রাকমালিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট, বাড়তে পারে ডিম, মাছ, আনাজের দাম
ট্রাকমালিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট, বাড়তে পারে ডিম, মাছ, আনাজের দাম

রাজ্যে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট শুরু হয়েছে আজ, বুধবার সকাল ৬টা থেকে। ট্রাকমালিকদের সংগঠন ‘ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন’ সাত দফা দাবি জানিয়ে এই ধর্মঘট ডেকেছে, যা চলবে শুক্রবার পর্যন্ত। পুজোর আগে এই ধর্মঘটের ফলে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাইকারি বাজারে পণ্য সরবরাহে ব্যাঘাতের আশঙ্কা করা হচ্ছে।

 রাজ্যের পাশাপাশি ভিন্‌ রাজ্যের ট্রাকমালিক সংগঠনগুলিও এই ধর্মঘটে সমর্থন জানিয়েছে, যার ফলে খাদ্য ও নির্মাণ সামগ্রীর জোগানে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এর ফলে ডিম সহ অন্যান্য মাছ ও আনাজের বাজারে প্রভাব পড়তে পারে বাড়তে পারে।

কোন দাবিতে ধর্মঘট

ট্রাকমালিক সংগঠনের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে রাস্তায় পুলিশি নির্যাতন বন্ধ করা, সিভিক ভলান্টিয়ারদের অনৈতিক দাপট রোধ, বালি খাদানে ভূমি রাজস্ব আধিকারিকদের হয়রানি বন্ধ, এবং ওয়ে ব্রিজে অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। রাজ্যের ট্রাকমালিকদের এই ধর্মঘটের ফলে মাছ, ডিম, সবজি এবং ফলের পাইকারি বাজারে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে।

ওড়িশা থেকে ডিম আসছে না

বৃহস্পতিবার থেকে ডিমের দাম জোড়া ১৫ টাকা হতে পারে।  রাজ্য সরকার ওড়িশা থেকে সমস্ত ধরনের পোল্ট্রি এবং পোল্ট্রিজাত দ্রব্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বার্ড ফ্লু সংক্রমণের ভয়ে। দাঁতন বিধানসভার সোনাকোনিয়া সীমান্তে কড়া নজরদারি চালিয়ে ওড়িশা থেকে আসা পোল্ট্রি সামগ্রীসহ বহু গাড়ি ফেরত পাঠানো হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ট্রেনপথেও নজরদারি জোরদার করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে রাজ্যে মুরগি এবং ডিমের জোগানে ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশে ডিম রপ্তানি

এদিকে, বাংলাদেশের বাজারে মুরগির ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত দেশটির সাধারণ মানুষ। সেখানে একটি ডিমের দাম ১৫-১৬ টাকা পর্যন্ত পৌঁছেছিল। ভারত থেকে সম্প্রতি দু’লক্ষ ৩১ হাজার ৪০টি ডিম রফতানি হওয়ার পর বাংলাদেশের বাজারে ডিমের দাম এক লাফে কমে দাঁড়িয়েছে ৭-৮ টাকায়। ভারতের বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ডিম রফতানি করা হয়েছে, যা বাংলাদেশের বাজারে মূল্য স্থিতিশীল করতে সহায়ক হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version