Home বিনোদন আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। জানা গিয়েছে, সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। যদিও কেন এমন চরম পদক্ষেপ নিয়েছেন অনিল অরোরা, তা এখনও স্পষ্ট নয়।

মুম্বই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অনিল অরোরার মরদেহ আপাতত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। মালাইকা বর্তমানে পুনেতে রয়েছেন এবং দুঃসংবাদ পাওয়ার পর মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মালাইকা ও তাঁর বোন অমৃতা অরোরা এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

উল্লেখ্য, মালাইকার বাবা অনিল অরোরা ভারতীয় নৌ-সেনার কর্মী ছিলেন। তাঁর এবং মালাইকার মা জয়েস পলিক্র্যাপের বিবাহবিচ্ছেদ ঘটে মালাইকার যখন ১১ বছর বয়স। দুই মেয়ে বিনোদন জগতে জনপ্রিয় হলেও অনিল সবসময় প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করতেন।

মঙ্গলবার মালাইকার একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। তিনি লেখেন, “যাঁরা আপনার খুশি দেখে খুশি হন এবং আপনার দুঃখে দুঃখিত হন, তাঁদের সব সময় খেয়াল রাখবেন।” মালাইকা ও অর্জুন কপূরের সম্পর্ক বিচ্ছেদের পর থেকেই মালাইকা এই ধরনের রহস্যময় পোস্ট করে আসছেন।

পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version