Home খবর রাজ্য আরজি কর মামলায় এ বার অব্যাহতি চাইলেন এক জুনিয়র চিকিৎসক

আরজি কর মামলায় এ বার অব্যাহতি চাইলেন এক জুনিয়র চিকিৎসক

0

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় এবার নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চাইলেন জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে।

মঙ্গলবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে মামলার চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি ছিল। সেখানেই আশিসের আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায় আদালতে জানান, তাঁর মক্কেল নির্দোষ এবং মামলার সঙ্গে কোনও সম্পর্ক নেই। সেই যুক্তিতেই তিনি মামলা থেকে আশিসের অব্যাহতি চেয়ে আবেদন করেন।

এদিন ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন মামলার অন্যান্য অভিযুক্তরাও। তাঁদের মধ্যে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহ, এবং দেহরক্ষী আশরাফ আলি খান। প্রসঙ্গত, বাকি চার অভিযুক্ত আগেই নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন।

সিবিআইয়ের আইনজীবীরা আদালতে লিখিত নথি জমা দিয়ে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে এবং তাদের অব্যাহতির কোনও প্রশ্নই ওঠে না। এই মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় আশিস পাণ্ডেকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ছিলেন তিনি। এই কেলেঙ্কারি সামনে আসার পর থেকেই উত্তরবঙ্গ লবির প্রসঙ্গ উঠে আসে এবং তখন থেকেই আশিস পাণ্ডের নাম জড়িয়ে পড়ে। এখন দেখার, আদালত তাঁর অব্যাহতির আবেদন মঞ্জুর করে কি না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version