Home খবর রাজ্য গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, তিহাড় থেকে ফিরছেন বীরভূমে!

গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, তিহাড় থেকে ফিরছেন বীরভূমে!

0

কলকাতা: বীরভূমের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ, শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৪) আদালত ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। এর আগে, সিবিআইয়ের করা মামলায়ও তিনি জামিন পেয়েছিলেন। এবার ইডির মামলাতেও জামিন মঞ্জুর হওয়ায় দীর্ঘদিন পর তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন এই তৃণমূল নেতা।

২০২২ সালের ১১ আগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে জেলবন্দি থাকার পর অবশেষে জামিনের পথ সুগম হল। এই জামিন মঞ্জুর হওয়ায় রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। তিহাড় জেল থেকে তিনি মুুক্ত হতে পারেন শনিবার। ফলে, পুজোর আগেই তিনি বীরভূমে ফিরতে পারেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন। এ বার অনুব্রত জামিন পেলেন। তৃণমূলের অভ্যন্তরে এই ঘটনাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। অনুব্রত মণ্ডল, যিনি বীরভূমের রাজনীতিতে এক প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত, তাঁর মুক্তি বীরভূমের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

প্রসঙ্গত, বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি পদে ছিলেন অনুব্রত। গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দল। অনুব্রতের ফেরার আশায় দিন গুনছিলেন তাঁর অনুগামীরা। স্বভাবতই এই খবরে উচ্ছ্বসিত তৃণমূল শিবির।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version