Home খবর রাজ্য অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তন, স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান পদে বহাল

অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তন, স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান পদে বহাল

অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তন
অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তন

দীর্ঘ ২ বছর জেলবন্দি থাকার পর আবারও স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সির (SRDA) চেয়ারম্যান পদে ফিরলেন অনুব্রত মণ্ডল। রাজ্য সরকার তাঁকেই পুনরায় ওই পদে বহাল করায় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের পর বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “আমার অনুপস্থিতিতে কেউ ওই পদে বসেছিল বলে জানা নেই। আমিই ছিলাম, আমিই আছি।”

অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির সময়ও এই গুরুত্বপূর্ণ পদে কাউকে বসানো হয়নি। জেলে থাকা অবস্থায় তৃণমূল নেতৃত্ব বারবার তাঁকে সমর্থন জানিয়েছে। জেলে থাকাকালীন জেলা স্তরের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর প্রভাব দেখা গিয়েছে।

বীরভূম জেলায় ফিরে কোনও পদাধিকার বলে তিনি সরকারি বা দলীয় অনুষ্ঠানে যোগ দেবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। রাজ্য সরকারের এই পদক্ষেপ সেই প্রশ্নের অবসান ঘটিয়েছে।

স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সি (SRDA)-এর কাজ

স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সি বা SRDA হল গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। এজেন্সির মূল কাজগুলি হল:

গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন: গ্রামে রাস্তা, ব্রিজ, বিদ্যুৎ, জল সরবরাহ, এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।

দারিদ্র্য দূরীকরণ প্রকল্প: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প (MGNREGA)-এর মতো কর্মসূচি বাস্তবায়ন।

নারী ক্ষমতায়ন: স্বনির্ভর গোষ্ঠী গঠন ও প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি।

পরিবেশ রক্ষা: গ্রামীণ এলাকাগুলিতে বৃক্ষরোপণ, সেচ প্রকল্প এবং টেকসই কৃষি উন্নয়ন।

অর্থনৈতিক উন্নয়ন: স্বল্পসঞ্চয় প্রকল্প, গ্রামীণ ছোট ব্যবসার সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা।

রাজনৈতিক প্রতিক্রিয়া

অনুব্রত মণ্ডলের পুনর্বহাল নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা করেছেন। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, অনুব্রত মণ্ডল দলের একজন বিশ্বস্ত নেতা এবং গ্রামীণ উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version