Home খবর রাজ্য ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী

৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী

0

কলকাতা: সোমবার সকাল ৭টায় শুরু রাজ্যের পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। বেশির ভাগ জায়গাতেই সকাল থেকেই বুথের সামনে লম্বা লাইন।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই বিভিন্ন জেলায় শুরু নির্বাচন। রবিবার কমিশন জানিয়েছিল, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ। রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদে। রাজ্যের ২২টি জেলার ১৯টিতেই হচ্ছে পুনর্নির্বাচন।

যে বুথগুলিতে পুনর্নির্বাচন চলছে, সেখানে শনিবারের ভোটে হিংসার ঘটনা ঘটেছিল। অনেক জায়গাতেই বুথ থেকে ব্যালট বাক্স তুলে নিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল।

নির্বাচন কমিশনারের তরফ থেকে রবিবার আরও জানানো হয়, “শনিবার রাজ্যে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। যার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। সেখানে ভোটদানের হার ৮৪.৭৯ শতাংশ”। এ ছাড়াও জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয় যে সোমবার কোন জেলাতে কটি বুথে পুনর্নির্বাচন করা হবে।

ঘোষণা মতোই, রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টির একাধিক বুথে পুনর্নির্বাচন চলছে। সব মিলিয়ে পুনর্নির্বাচন হচ্ছে ৬৯৬টি বুথে। এর মধ্যে পুরুলিয়া – ৪, নদিয়া – ৮৯, মুর্শিদাবাদ – ১৭৫, পশ্চিম মেদিনীপুর – ১০, বীরভূম-১৪, জলপাইগুড়ি – ১৪, উত্তর ২৪ পরগনা – ৪৬, আলিপুরদুয়ার – ১, হাওড়া – ৮, দক্ষিণ ২৪ পরগণা – ৩৬, পূর্ব মেদিনীপুর – ৩১, কোচবিহার – ৫৩, উত্তর দিনাজপুর – ৪২, দক্ষিণ দিনাজপুর – ১৮, মালদহ – ১০৯, পূর্ব বর্ধমান – ৩, পশ্চিম বর্ধমান – ৬, বাঁকুড়া – ৮, হুগলি – ২৯টি বুথ।  ঝাড়গ্রাম, দার্জিলিং এবং কালিম্পংয়ে পুর্নির্বাচন হচ্ছে না।

শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোটে বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যায়। পুনর্নির্বাচনে কী পরিস্থিতি থাকে, সে দিকে নজর সকলের।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে অশান্তি, আদালতে যাচ্ছে সরকারি কর্মীদের সংগঠন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version