Homeখবররাজ্য৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী

৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী

প্রকাশিত

কলকাতা: সোমবার সকাল ৭টায় শুরু রাজ্যের পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। বেশির ভাগ জায়গাতেই সকাল থেকেই বুথের সামনে লম্বা লাইন।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই বিভিন্ন জেলায় শুরু নির্বাচন। রবিবার কমিশন জানিয়েছিল, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ। রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদে। রাজ্যের ২২টি জেলার ১৯টিতেই হচ্ছে পুনর্নির্বাচন।

যে বুথগুলিতে পুনর্নির্বাচন চলছে, সেখানে শনিবারের ভোটে হিংসার ঘটনা ঘটেছিল। অনেক জায়গাতেই বুথ থেকে ব্যালট বাক্স তুলে নিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল।

নির্বাচন কমিশনারের তরফ থেকে রবিবার আরও জানানো হয়, “শনিবার রাজ্যে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। যার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। সেখানে ভোটদানের হার ৮৪.৭৯ শতাংশ”। এ ছাড়াও জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয় যে সোমবার কোন জেলাতে কটি বুথে পুনর্নির্বাচন করা হবে।

ঘোষণা মতোই, রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টির একাধিক বুথে পুনর্নির্বাচন চলছে। সব মিলিয়ে পুনর্নির্বাচন হচ্ছে ৬৯৬টি বুথে। এর মধ্যে পুরুলিয়া – ৪, নদিয়া – ৮৯, মুর্শিদাবাদ – ১৭৫, পশ্চিম মেদিনীপুর – ১০, বীরভূম-১৪, জলপাইগুড়ি – ১৪, উত্তর ২৪ পরগনা – ৪৬, আলিপুরদুয়ার – ১, হাওড়া – ৮, দক্ষিণ ২৪ পরগণা – ৩৬, পূর্ব মেদিনীপুর – ৩১, কোচবিহার – ৫৩, উত্তর দিনাজপুর – ৪২, দক্ষিণ দিনাজপুর – ১৮, মালদহ – ১০৯, পূর্ব বর্ধমান – ৩, পশ্চিম বর্ধমান – ৬, বাঁকুড়া – ৮, হুগলি – ২৯টি বুথ।  ঝাড়গ্রাম, দার্জিলিং এবং কালিম্পংয়ে পুর্নির্বাচন হচ্ছে না।

শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোটে বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যায়। পুনর্নির্বাচনে কী পরিস্থিতি থাকে, সে দিকে নজর সকলের।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে অশান্তি, আদালতে যাচ্ছে সরকারি কর্মীদের সংগঠন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।