Home খবর রাজ্য সাইবার প্রতারণায় বড় সাফল্য, জামতাড়া গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার ৪৬

সাইবার প্রতারণায় বড় সাফল্য, জামতাড়া গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার ৪৬

0

রাজ্যের সাইবার নিরাপত্তায় বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশ। সম্প্রতি জামতাড়া গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলগুলি থেকে ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাইবার অপরাধ দমনে রাজ্য পুলিশ ‘সাইবার শক্তি’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছিল। দীর্ঘদিনের প্রচেষ্টার পর এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। তবে এখানেই অভিযান শেষ নয়, আরও গ্রেফতারি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার।

পুলিশ জানিয়েছে, অভিযানে শতাধিক ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতারণা চক্রের মূল পরিকল্পনা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে ঘাঁটি গেড়ে কার্যকলাপ চালানো। জামতাড়া থেকে প্রতারকরা ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে এসে ছোট ছোট গ্যাং তৈরি করে প্রতারণা চালাচ্ছিল। কাজ শেষ হলে তারা আবার ফিরে যাচ্ছিল নিজেদের জায়গায়।

সুপ্রতীম সরকার জানিয়েছেন, প্রতারকরা সাধারণত সাত থেকে পনেরো দিনের জন্য পশ্চিমবঙ্গে এসে বাড়ি ভাড়া নিয়ে প্রতারণার কাজ চালায়। এরপর এলাকা বদলে ফেলে যাতে সহজে ধরা না পড়ে।

তদন্তের স্বার্থে অভিযুক্তদের গ্রেফতার করা জায়গাগুলির নাম প্রকাশ করেনি পুলিশ। তবে রাজ্য পুলিশ নিশ্চিত করেছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে এবং তদন্ত চলবে। পুলিশ সূত্রে জানা গেছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, জামতাড়া গ্যাং রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়-সহ বিভিন্ন রাজ্যেও ছড়িয়ে পড়েছে।

জামতাড়ায় সাইবার প্রতারণার একটি বিশাল চক্র গড়ে উঠেছে, যা বর্তমানে দেশের অন্যতম বড় সাইবার অপরাধ কেন্দ্র হিসেবে পরিচিত। সেই কারণে পুলিশের নজর এড়াতে তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গেও তারা বিভিন্ন এলাকায় গ্যাং তৈরি করে প্রতারণা চালানোর চেষ্টা করছিল, যা পুলিশের তৎপরতায় ব্যর্থ হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version