Home খবর রাজ্য উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

ফের বৃষ্টি

West Bengal Weather: আবারও দুর্যোগের পূর্বাভাস রাজ্যে। মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েক দিন ধরে চলতে পারে ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পরিস্থিতি

  • উত্তরবঙ্গ, সিকিম থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি মৌসুমি অক্ষরেখা।
  • বর্তমানে অক্ষরেখাটি পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে গিয়েছে।
  • ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস

  • শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
  • হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা।
  • রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় সতর্কতা জারি।
  • সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

উত্তরবঙ্গের পূর্বাভাস

  • শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির (৭–১১ সেমি) পূর্বাভাস।
  • সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
  • উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • শনিবার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (৭–২০ সেমি) বৃষ্টির জন্য কমলা সতর্কতা।
  • সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি চলতে পারে। বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে দুর্যোগ।

আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে সাধারণ মানুষকে সাবধানে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version