Home খবর রাজ্য চাকরি গেল গ্রুপ সি-র ৮৪২ জনের, কাল থেকেই স্কুলে ঢোকায় নিষেধাজ্ঞা হাইকোর্টের

চাকরি গেল গ্রুপ সি-র ৮৪২ জনের, কাল থেকেই স্কুলে ঢোকায় নিষেধাজ্ঞা হাইকোর্টের

0

কলকাতা: গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল। যে ৫৭ জন সুপারিশ না পেয়ে চাকরি করছেন, তাঁদের চাকরি বাতিল করবে আদালত। আর ৭৫৮ জনের সুপারিশ প্রত্যাহার করবে কমিশন। গ্রুপ-সি মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়া হয়েছে অভিযোগ রয়েছে এমন ৫৭ জন গ্ৰুপ-সি কর্মীর নামের তালিকা দু’ঘণ্টার মধ্যে প্রকাশ করার জন্য এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ দিন বেলা ৩টে ১৫-র মধ্যে ওই ৫৭ জনের নাম জানানোর নির্দেশ দেওয়া হয় কমিশনকে। কমিশন এই তালিকা দেওয়ার পর আজই ৫৭ জনের চাকরি বাতিল করতে হবে বলেও নির্দেশ দেয় আদালত।

ওই ৫৭ জনের চাকরি বাতিলের পাশাপাশি গ্রুপ-সি পদে ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্রও (এবং চাকরি) বাতিল করার নির্দেশ দিলেন তিনি। বিচারপতি বলেন, ৭৫৮ জনের সুপারিশ প্রত্যাহার করবে কমিশন।

বিচারপতির নির্দেশ, আজ থেকেই স্কুলে ঢুকতে পারবেন না এই গ্রুপ-সি কর্মীরা। শনিবার দুপুর ১২টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে চাকরির সুপারিশপত্র বাতিল করতে হবে এসএসসি-কে। স্কুলের কোনো কাজের সঙ্গে তাঁরা যুক্ত থাকতে পারবেন না। তবে এখনই ওই কর্মীদের বেতন ফেরতের কোনও নির্দেশ দেননি তিনি। বিষয়টি আদালত পরে বিবেচনা করবে।

আরও পড়ুন: পুলিশের নিরাপত্তা পেরিয়ে বিধানসভার গেটে বাম ছাত্র নেতা-কর্মীরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version