Home খবর রাজ্য পুলিশের নিরাপত্তা পেরিয়ে বিধানসভার গেটে বাম ছাত্র নেতা-কর্মীরা

পুলিশের নিরাপত্তা পেরিয়ে বিধানসভার গেটে বাম ছাত্র নেতা-কর্মীরা

0
বিধানসভা গেটের সামনে। ছবি: ফেসবুক/ঘোষ অনিন্দিতা-র সৌজন্যে

কলকাতা: শুক্রবার দুপুর থেকে হাওড়া-শিয়ালদহ চত্বরে জমা হতে শুরু করেন বাম-ছাত্র যুবরা। কিন্তু, প্রথম তাঁদের মিছিলে বাধা দেওয়া হয়। আটক করা হয় দীপ্সিতা ধর-সহ অন্য নেতাকর্মীদের। তবে শেষ পর্যন্ত পুলিশের চোখে ধুলো দিয়ে লালবাজারের নাকের ডগা দিয়ে বিধানসভার গেটে পৌঁছে গেলেন এসএফআই সমর্থকরা।

ছাত্রভোট-সহ একাধিক দাবিতে শুক্রবার শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে মিছিল বের করে বাম ছাত্র সংগঠন। শুরুতে এই আন্দোলন কিছু অংশে ছত্রভঙ্গ করা গেলেও বেলা গড়াতে ফের ঐক্যবদ্ধ হন সমর্থকরা। পুলিশি নিরাপত্তাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলার দিকে এগোতে থাকে মিছিল। শেষমেশ সমর্থকদের একটা বড় অংশ পৌঁছে যায় বিধানসভা গেটের সামনে।

বিধানসভার ফার্স্ট গেটে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী এবং ব্যারিকেড নিয়ে প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। চারজন ডিসি পদমর্যাদার আধিকারিক সকাল থেকেই ছিলেন সেখানে। অথচ তাঁদের চোখ এড়িয়ে বিধানসভার ওয়েস্ট গেটে পৌঁছে যায় এসএফআই সমর্থকরা। রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে দেখা যায় গেটে পতাকা হাতে উঠে যেতে।

মিছিল থেকে বেশ কয়েকজন সমর্থক বিধানসভার গেট টপকে ভিতরে ঢুকে পড়ার চেষ্টাও করেন। যে সময় কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। পুলিশ তাদের বাধা দেওয়া শুরু করলে এসএফআই সমর্থকদের বার্তা, মিছিল করে এসে কথা বলতে চেয়েছিলাম, সেটা করতে দেওয়া হয়নি। হাওড়া, শিয়ালদহে আমাদের কমরেডদের আটকে দিয়ে হেনস্থা করা হয়েছে।

তবে বিক্ষোভের খবর পেয়ে দ্রুত সেখানে বিশাল পুলিশ বাহিনী এসে হাজির হয়। যার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়। সৃজন ভট্টাচার্য-সহ বাকিদের কার্যত মাটিতে ফেলে টানতে টানতে নিয়ে গিয়ে তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version